Ram Temple Inauguration: রাম মন্দির উদ্বোধনে অকাল দীপাবলি হবে দেশের সমস্ত রেল স্টেশনে

Jan 19, 2024 | 6:00 PM

দেশের রেলস্টেশনগুলির মধ্যে ৩৫৪টি এমন স্টেশন আছে, যেগুলির নামের সঙ্গে রয়েছে রাম শব্দ। সেই স্টেশনগুলিকেও বিশেষভাবে সাজানো হবে। যেমন পশ্চিমবঙ্গের রামপুরহাট, তামিলনাড়ুর রামেশ্বরম, উত্তরাখণ্ডের রামনগর, ঝাড়খণ্ডের রামকুণ্ড, বিহারের রামরূপনগর।

Ram Temple Inauguration: রাম মন্দির উদ্বোধনে অকাল দীপাবলি হবে দেশের সমস্ত রেল স্টেশনে
প্রতীকী ছবি
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সেজে উঠবে দেশের সমস্ত রেল স্টেশন। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত সাড়ে ৮ হাজারেরও বেশি স্টেশনে প্রদীপ জ্বালানো হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। অকাল দীপাবলি পালিত হবে দেশের সমস্ত স্টেশনে। এর মধ্যে যে সব রেলস্টেশনের নামের সঙ্গে জুড়ে রয়েছে রাম শব্দটি সেই সব স্টেশন বিশেষ ভাবে সাজিয়ে তোলা হবে বলে জানা গিয়েছে। রাম শব্দটি রয়েছে, এ রকম ৩০০টির বেশি স্টেশন রয়েছে ভারতে। সেই গুলিকেও প্রদীপ দিয়ে বিশেষ ভাবে সাজানো হবে বলে খবর।

এ বিষয়ে রেল মন্ত্রকের এক অফিসার বলেছেন, “২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে দেশের সমস্ত স্টেশনে প্রদীপ জ্বালানো হবে। ছোট-বড় সব স্টেশনই সেজে উঠবে আলোয়।” দেশে ৮ হাজার ৯১১ টি রেলস্টেশন রয়েছে। এর মধ্যে সব স্টেশন যে বড় এমন নয়। বড় শহরের স্টেশন ছাড়াও প্রচুর জংশন এবং হল্ট স্টেশন রয়েছে। সব স্টেশনই আগামী সোমবার সেজে উঠবে আলোয়।

দেশের রেলস্টেশনগুলির মধ্যে ৩৫৪টি এমন স্টেশন আছে, যেগুলির নামের সঙ্গে রয়েছে রাম শব্দ। সেই স্টেশনগুলিকেও বিশেষভাবে সাজানো হবে। এই ধরনের স্টেশন অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে সবথেকে বেশি রয়েছে। যেমন পশ্চিমবঙ্গের রামপুরহাট, তামিলনাড়ুর রামেশ্বরম, উত্তরাখণ্ডের রামনগর, ঝাড়খণ্ডের রামকুণ্ড, বিহারের রামরূপনগর।

Next Article