নয়া দিল্লি: রেল চত্বরে মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই নতুন গাইডলাইন প্রকাশ করল ভারতীয় রেল (Indian Rail)। গাইডলাইনে বিশেষ নজরদারির কথা বলা হয়েছে।
কেন্দ্রীয় রেল মন্ত্রকের (Rail Ministry) তরফ থেকে প্রকাশ করা হয়েছে নির্দেশিকা। স্টেশন চত্বরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার কথা বলা হয়েছে। সিসিটিভির (CCTV) সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে, যে সমস্ত স্টেশনে বাতিল রেলের বিল্ডিং রয়েছে সেগুলি দ্রুত ভেঙে ফেলতে হবে। যতদিন না পর্যন্ত ভাঙা হচ্ছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা করতে হবে।
অবাঞ্ছিত ব্যক্তিদের প্রবেশের ক্ষেত্রে নজরদারি রাখার কথাও বলা হয়েছে। ওয়েটিং রুমে যারা আসছেন তাদের বৈধ কাগজ রয়েছে কিনা সে গুলি দেখার কথাও বলা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, স্টেশন কিংবা ট্রেনে রেলের যে সমস্ত কর্মীরা আসবেন তাদের আই কার্ড অবশ্যই ব্যবহার করতে হবে, যখন খালি গাড়ি রেলের ইয়ার্ডে পাঠানো হবে তখন গাড়ি সম্পূর্ণ দেখে নিতে হবে গাড়িতে কিছু আছে কিনা। যেখানে রেল বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে সেখানে যাতে কোনও পর্ন সাইট ওপেন না হয় সেটাও দেখতে বলা হয়েছে।
আরও পড়ুন: সেনার হাতে আসছে ‘আত্মনির্ভর’ ক্ষেপণাস্ত্র, ‘উড়ে যাবে’ পাক-চিনের ট্যাঙ্ক
এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন এনজিও সংস্থা গুলির সাহায্য নেওয়া যেতে পারে বলে জানানো হয়েছে। শ্লীলতাহানীর কোনও অভিযোগ সামনে এনে দ্রুততার সঙ্গে তা ব্যবস্থা গ্রহণ করতে হবে রেল পুলিশ এবং জেনারেল পুলিশকে। নির্দিষ্ট সময় অন্তর সিসিটিভির অডিত করতে হবে। মহিলা কামরা যেখানে থাকবে সেখানে যাতে সিসিটিভি থাকে সেটা দেখতে হবে বলেও জানানো হয়েছে।
চলন্ত ট্রেনে কোনও মহিলা একাকী থাকলে সেখানে বাড়তি সচেতনতা নেওয়ার কথা বলা হয়েছে। মহিলা শৌচালয় এর সামনে ভিড় করায় নিষেধাজ্ঞা থাকবে।