নয়া দিল্লি: সোমবার (১ অক্টোবর), বলা যেতে পারে এক ‘অলৌকিক’ কাজ করে দেখালেন ভারতীয় রেলের কর্মীরা। ভারত সরকারের ‘স্বচ্ছতাই সেবা’ উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেলও। আর এই উদ্যোগের প্রথম নিদর্শন হিসেবে, এদিন মাত্র ১৪ মিনিটের মধ্যে রেলের কর্মীরা পরিষ্কার করে দেখালেন বন্দে ভারত ট্রেন। গতকাল পর্যন্ত, এই আধা হাই-স্পিড ট্রেনগুলি পরিষ্কার করতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগত।
Superfast Vande Veers at Nagpur Railway Station efficiently cleaned entire Bilaspur – Nagpur #VandeBharat Express in #14MinutesMiracle symbolising IR’s commitment to a clean & hygienic travel experience. #SwachhataHiSeva#SwachhBhara@SwachhBharatGov @swachhbharat pic.twitter.com/ALjyTaUjyH
— Ministry of Railways (@RailMinIndia) October 1, 2023
দিল্লি ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের সূচনা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একইসঙ্গে এদিন, হাওড়া, শিরডি, সোলাপুর, আহমেদাবাদ, কাসারগড়, পুরি, গুয়াহাটি, রাঁচি এবং চেন্নাই-সহ দেশের বিভিন্ন স্টেশনে ২৯টিরও বেশি বন্দে ভারত ট্রেন ওই ১৪ মিনিটের ভিতরেই পরিষ্কার করা হয়েছে। আর এটা শুধুমাত্র একদিনের বিষয় নয়। এবার থেকে প্রতিদিনই ১৪ মিনিটের ভিতরই ঝাঁ তকতকে হয়ে যাবে বন্দে ভারত ট্রেনগুলি।
यात्रीगण कृपया ध्यान दें!#SwachhataHiSeva pic.twitter.com/5k9CSk7oPR
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) October 1, 2023
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এর জন্য কর্মী সংখ্যা বাড়ানো হয়নি। পরিবর্তে, কর্মীদের দক্ষতা, ক্ষমতা এবং কাজের মনোভাব উন্নত করেই এই নয়া উদ্যোগকে সফল করা গিয়েছে। রেলমন্ত্রী, দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশনে এই উদ্যোগের সূচনার একটি ভিডিয়োও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি একে ভারতীয় রেলের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ বলেছেন। রেল মন্ত্রকের পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়ায় রেল কর্মীদের বন্দে ভারত ট্রেন পরিষ্কার করার বেশ কয়েকটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে।
Superfast cleaning of Patna – Howrah #VandeBharat express at Howrah station#14MinutesMiracle#SwachhBharat#SHS2023#SwachhtaPakhwada pic.twitter.com/3cAAjYHwKU
— Eastern Railway (@EasternRailway) October 1, 2023
এই উদ্যোগের অনুপ্রেরণা জাপানের বুলেট ট্রেন পরিষেবা। মাত্র সাত মিনিটের মধ্যে পরবর্তি যাত্রার জন্য প্রস্তুত হয়ে যায় জাপানের এই হাইস্পিড ট্রেনগুলি। এক পদস্থ রেল কর্তা জানিয়েছেন, আগামী দিনে দেশের সকল ট্রেনই ১৪ মিনিটের মধ্যে পরিষ্কার করা হবে। আপাতত, বন্দে ভারত ট্রেনগুলি দিয়ে এই পরিষেবা শুরু করা হল। এর জন্য, বন্দে ভারতের প্রতিটি কোচে মোট চারজন করে কর্মী মোতায়েন করা হবে। এই কর্মীদের এর আগে মাত্র এক মাসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদিনের আগে মক ড্রিলও করা হয়েছে।