India’s digital revolution: নোবেলজয়ীর মুখে ভারতের ডিজিটাল বিপ্লবের ভূয়সী প্রশংসা!

Oct 20, 2024 | 10:12 PM

Professor Paul Michael Romer on India's digital revolution: ভারতে এসে ভারতের ডিজিটাল বিপ্লবের ভূয়সী প্রশংসা করে গেলেন নোবেলজয়ী অধ্যাপক পল মাইকেল রোমার। তাঁর মতে, ভারতের ডিজিটাল বিপ্লব বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক এবং আকর্ষণীয় সাফল্যের কাহিনি। বিশ্বর শক্তিশালী দেশগুলির সামনেও এটা একটা নতুন মানদণ্ড স্থাপন করে দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

Indias digital revolution: নোবেলজয়ীর মুখে ভারতের ডিজিটাল বিপ্লবের ভূয়সী প্রশংসা!
ভারতের ডিজিটাল বিপ্লবের ভূয়সী প্রশংসা করলেন নোবেলজয়ী অধ্যাপক পল মাইকেল রোমার

Follow Us

নয়া দিল্লি: ভারতে এসে ভারতের ডিজিটাল বিপ্লবের ভূয়সী প্রশংসা করে গেলেন নোবেলজয়ী অধ্যাপক পল মাইকেল রোমার। তাঁর মতে, ভারতের ডিজিটাল বিপ্লব বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক এবং আকর্ষণীয় সাফল্যের কাহিনি। বিশ্বর শক্তিশালী দেশগুলির সামনেও এটা একটা নতুন মানদণ্ড স্থাপন করে দিয়েছে বলে জানিয়েছেন তিনি। বিশেষ করে, আর্থিক অবস্থা নির্বিশেষে ভারতের সকল মানুষ যেভাবে উপকৃত হয়েছেন, সেটাই ভারতের ডিজিটাল বিপ্লবকে গোটা বিশ্বর মধ্যে অনন্য করে তুলেছে বলে জানিয়েছেন তিনি। নরেন্দ্র মোদী সরকার যেভাবে এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এবং দেশের প্রতিটি প্রান্তে এই বিপ্লবকে পৌঁছে দিয়েছে, তারও প্রশংসা করেন নোবেলজয়ী।

প্রফেসর পল মাইকেল রোমার বলেন, “ডিজিটাল বিপ্লবকে সরকার বাস্তবিকভাবে সমাজের সমস্ত সদস্যদের সুবিধা প্রদানের জন্য এটা ব্যবহার করছে। তাই ভারতের ডিজিটাল বিপ্লব এত আকর্ষণীয়। এর লক্ষ্য শুধুমাত্র কয়েকজন ভাগ্যবান সুবিধাভোগী ছিল না। এটা বিশ্বর বেশিরভাগ দেশের থেকে খুব আলাদা। তাই আমার মতে, ভারতের কাহিনিটি অনন্য, এটা সবাইকে সুবিধা প্রদান করছে।”

শুধু তাই নয়, ‘ডিজিটাল সাউথ’ অর্থাৎ ডিজিটাল প্রযুক্তিতে পিছিয়ে থাকা দেশগুলিও ভারতের এই উদ্যোগকে অনুকরণ করে ব্যাপকভাবে উপকৃত হতে পারে বলেও জানান প্রফেসর রোমার। তিনি বলেন, “অন্যান্য দেশের, বিশেষ করে ডিজিটাল সাউথের দেশগুলির মনে করা উচিত, ভারত যদি এটা করতে পারে, তবে আমরাও পারব। তারা ভারত থেকে অনুপ্রেরণা এবং আস্থা গ্রহণ করতে পারে এবং একটি সাফল্যের কাহিনি লেখার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করতে পারে। তাদের ধনী দেশগুলোর উপর নির্ভর করার দরকার নেই। বরং, তাদের নিজেদের বাস্তবতার ভিত্তিতে কাজ শুরু করা উচিত।” প্রফেসর রোমার আরও জানান, ভারতের মতো সাফল্যের কাহিনি লিখতে ডিজিটাল সাউথের দেশগুলি ইউপিআই, ডিজিলকার, ডিবিটি-র মতো ভারতের অনলাইন পরিষেবাগুলির অনুকরণ করতে পারে। ভারতে অনলাইন সাক্ষরতা অত্যন্ত সীমিত হওয়া সত্ত্বেও, অর্থনীতির ডিজিটালাইজেশনে ভারত বিস্ময়কর সাফল্য পেয়েছে বলে জানান নোবেলজয়ী।

Next Article