AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fauja Singh: দেশের প্রবীণতম ম্যারাথন রানারকে গাড়ির ধাক্কা দিয়ে ‘খুন’, গ্রেফতার NRI

Fauja Singh Hit & Run Case: সোমবার দুপুরে পঞ্জাবের জলন্ধরে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় প্রবীণ ক্রীড়াবিদের। ১১৪ বছর বয়সী ম্যারাথন রানার জলন্ধর-পাঠানকোট হাইওয়ে পার করছিলেন, এমন সময় একটি গাড়ি দ্রুতগতিতে এসে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

Fauja Singh: দেশের প্রবীণতম ম্যারাথন রানারকে গাড়ির ধাক্কা দিয়ে 'খুন', গ্রেফতার NRI
ফৌজা সিং।Image Credit: PTI
| Updated on: Jul 16, 2025 | 8:19 AM
Share

অমৃতসর: পথ দুর্ঘটনায় মৃত্যু ‘টারবাইনড টর্নেডো’ ফৌজা সিংয়ের। দেশের প্রবীণতম ম্যারাথন রানারকে ধাক্কা দিয়ে পালিয়েছিল ঘাতক গাড়ি। একদিনের মধ্যেই অভিযুক্তকে ধরল পুলিশ। জানা গিয়েছে, ধৃত একজন অনাবাসী ভারতীয়। বাজেয়াপ্ত করা হয়েছে ঘাতক ফরচুনার গাড়িটিও।

সোমবার দুপুরে পঞ্জাবের জলন্ধরে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় প্রবীণ ক্রীড়াবিদের। ১১৪ বছর বয়সী ম্যারাথন রানার জলন্ধর-পাঠানকোট হাইওয়ে পার করছিলেন, এমন সময় একটি গাড়ি দ্রুতগতিতে এসে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মাথায় গুরুতর চোট লাগে ফৌজা সিংয়ের। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও, সোমবার বিকেলেই তাঁর মৃত্যু হয়।

মঙ্গলবার পঞ্জাব পুলিশের তরফে জানানো হয়, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম অমৃতপাল সিং ঢিলোন। কর্তারপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, সম্প্রতিই তিনি কানাডা থেকে ফিরেছিলেন। একটি এসইউভি গাড়ি চালাচ্ছিলেন তিনি। দুই বছর আগে এক ব্যক্তির কাছ থেকে এই গাড়ি কিনেছিলেন।

পুলিশি জেরায় অমৃতপাল স্বীকার করে নিয়েছেন যে তিনিই ফৌজা সিংকে ধাক্কা মেরেছিলেন। ভয়ে তিনি গাড়ি নিয়ে পালিয়ে যান। দুর্ঘটনার সময় গাড়ির গতিবেশ বেশি ছিল বলেই তিনি স্বীকার করে নিয়েছেন। পুলিশের হাতে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজও এসেছে।