নয়া দিল্লি: কংগ্রেসের যুব নেতা তথা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (Jwaharlal Nehru University) ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমারকে (Kanhaiya Kumar) লক্ষ্য করে কালি ছোঁড়া হয়েছে। উত্তর প্রদেশের (Uttar Pradesh) রাজধানী লখনউয়তে কংগ্রেসের এক কার্যালয়েই ঘটেছে এই ঘটনা। কংগ্রেস নেতাদের দাবি, আসলে তরুণ নেতাকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়া হয়েছিল, কালি নয়। ভোটমুখী রাজ্যে এই ধরনের অভিযোগ ওঠায় রীতিমতো উত্তপ্ত লখনউয়ের রাজনীতি। ইন্ডিয় টুডতে প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় কংগ্রেস নেতাদের দাবি, অভিযুক্ত ব্যক্তিকে কানহাইয়াকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ার চেষ্টা করলেও সফল হননি। কানহাইয়ার সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবকের গায়ে অ্যাসিডের ফোঁটা লেগেছিল। তবে অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি।
বামপন্থী রাজনীতি থেকেই কানহাইয়ার উত্থান। সিপিআইয়ের ছাত্র শাথা এআইএফরে সক্রিয় সদস্য ছিলেন কানহাইয়া। দিল্লির তথা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি থাকা কালীন কানহাইয়াকে হাজতবাসও করতে হয়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সিপিআইয়ের টিকিটে বিহারের বেগুসরাই আসন থেকে নির্বাচনে লড়লেও জিততে পারেননি তিনি। সম্প্রতি তিনি কংগ্রেসে যোগ দেন। কানহাইয়ার মতো তরুণ লড়াকু নেতা বামপন্থী ঘরানা থেকে কংগ্রেস যোগ নিয়ে বিস্তর চর্চাও হয়েছিল।
বারবার আদর্শের হয়ে কথা বলা কানহাইয়ার দল পরিবর্তনে বিস্মিত হয়েছিলেন অনেকে। তবে, কানহাইয়া জানিয়েছিলেন আদর্শ ও চিন্তাধারাটাই আসল, প্রতিষ্ঠান নয়। ‘পরিবর্তন মহাবিশ্বের একটি ধ্রুবক’ নিজের নেওয়া রাজনৈতিক সিদ্ধান্তের পক্ষে সাফাই দিয়েছিলেন তরুণ এই নেতা। কানহাইয়া বলেছিলেন যে তাঁর জন্য, তাঁর চিন্তা বা আদর্শের ভিত্তি ভারতীয় সংস্কৃতির সকলের কল্যাণের নীতি এবং ‘বসুধৈব কুটুম্বকম’-এর সাথে সম্পর্কিত। রাজনৈতিক বিশ্লেষকদের মত ছিল, কানহাইয়া সর্বভারতীয় রাজনীতিতে পরিচিত মুখ এবং তিনি ঘোষিত বিজেপি বিরোধী। বারাবার বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্যই তার একটি মাধ্যমের প্রয়োজন ছিল, সিপিআইয়ের মতো ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়া দলে থেকে লড়াই সম্ভব নয়, সেই ক্ষেত্রে কংগ্রেসকে বেছে নেওয়া ছাড়া কানহাইয়ার কাছে আরও কোনও উপায় ছিল না। এখন লখনউতে নিজের দলের কার্যালয়ে কেনও কানহাইয়াকে আক্রমণ করা হল তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন : Canadian PM: পরিবার সমেত গা ঢাকা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী, কিন্তু কেন?
আরও পড়ুন : Ukraine crisis: রাশিয়া-ইউক্রেন সংঘাতে ‘শান্তিপূর্ণ’ সমাধান চায় নয়া দিল্লি