AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

COVID-19 Vaccine: অল্প বয়সেই হঠাৎ হার্ট অ্যাটাক, দুম করে মৃত্যু! এর পিছনে কোভিড ভ্যাকসিন নেই তো?

Heart Attack: গবেষক-চিকিৎসকরা জানিয়েছেন, যাদের ভয়ঙ্কর করোনা সংক্রমণ হয়েছিল, হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়েছিল, তাদের আকস্মিক মৃত্যুর সম্ভাবনা বেশি।

COVID-19 Vaccine: অল্প বয়সেই হঠাৎ হার্ট অ্যাটাক, দুম করে মৃত্যু! এর পিছনে কোভিড ভ্যাকসিন নেই তো?
কী কারণে বাড়ছে হঠাৎ মৃত্যু?Image Credit: Pixabay
| Updated on: Jul 03, 2025 | 8:00 AM
Share

নয়া দিল্লি: অল্প বয়সে হার্ট অ্যাটাক এখন অতি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ, জীবন বড়ই অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। তবে দুম করে এই মৃত্যুর পিছনে কারণ কী? দিন কয়েক আগেই কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছিলেন, হার্ট সংক্রান্ত রোগে অনেকের মৃত্যু হচ্ছে হাসান জেলায়। এর সঙ্গে যোগ রয়েছে করোনা টিকার। কার্যত তিনি বলতে চেয়েছিলেন, কোভিড ভ্য়াকসিনের জন্যই মৃত্যু হচ্ছে। এই অভিযোগ উঠতেই নড়েচড়ে বসে কেন্দ্র। এবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে এল বিবৃতি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে সাফাই দিয়ে জানানো হল, হার্ট অ্যাটাকে মৃত্যুর সঙ্গে করোনা ভ্যাকসিনের কোনও সম্পর্ক নেই। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR), অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স (AIIMS) ও ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC) গবেষণা করে দেখেছে, করোনাকালের আগে ও পরে মৃত্যুর কারণের প্যাটার্নে বিশেষ কোনও পরিবর্তন আসেনি। বরং জীবনযাত্রা, জিনগত কারণ বা আগে থেকে শরীরে থাকা কোনও রোগের কারণে এই মৃত্যু হচ্ছে বলে তারা জানান।

আইসিএমআরের ন্যাশনাল ইন্সটিটিউট অব এপিডেমিওলজি ২০২৩ সালের মে থেকে অগস্ট মাস পর্যন্ত সমীক্ষা গবেষণা চালায়। তাতে দেখা যায়, ২০২১ থেকে ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে ১৮ থেকে ৪৫ বয়সী আপাতভাবে সুস্থ যারা মারা গিয়েছেন, তাদের মৃত্যুর সঙ্গে কোভিড ভ্যাকসিনের কোনও যোগ নেই। দেশের ৫০টি হাসপাতালে ৮০০-রও বেশি আকস্মিক মৃত্যুর কেস খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাদের মৃত্যুর সঙ্গে করোনা টিকার সম্পর্ক নেই।

গবেষক-চিকিৎসকরা জানিয়েছেন, যাদের ভয়ঙ্কর করোনা সংক্রমণ হয়েছিল, হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়েছিল, তাদের আকস্মিক মৃত্যুর সম্ভাবনা বেশি। তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে,  হঠাৎ প্রচুর পরিশ্রম বা ব্যায়াম, অতিরিক্ত মদ্যপান, মাদক সেবনের কারণেই আকস্মিক মৃত্যুর সম্ভাবনা বাড়ছে।

হঠাৎ হার্ট অ্যাটাকে যাদের মৃত্যু হয়েছে, তাদের ময়নাতদন্তের রিপোর্টে দুর্বল হৃৎপিণ্ড, অনিয়মিত হৃৎস্পন্দন, ধমনীতে রক্ত চলাচলে সমস্যার মতো কারণ ধরা পড়েছে। এর সঙ্গে করোনা টিকার কোনও সম্পর্ক নেই। 

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, যাদের পারিবারিক হার্ট সংক্রান্ত সমস্যা রয়েছে, করোনা আক্রান্ত হওয়ার পরে তাদের আকস্মিক মৃত্যুর সম্ভাবনা তিনগুণ বেড়ে গিয়েছে। যারা রোজ সিগারেট খান বা মদ্যপান করেন, তাদেরও মৃত্য়ুর সম্ভাবনা দুই থেকে ছয়গুণ বেড়ে গিয়েছে। অতিরিক্ত শরীরচর্চার কারণে হঠাৎ মৃত্যুর সম্ভাবনা তিনগুণ বেড়ে গিয়েছে।