AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISIS: পাকিস্তান থেকে ISIS ঢুকে পড়ছে এভাবে! ইন্সটাগ্রামে চলত কারবার, গ্রেফতার ২ নাবালক

ISIS Pakistan Module: গোয়েন্দাদের অনুমান, নাবালক হওয়ায় আইন কঠোর প্রয়োগ করা হবে না, তা জেনেই নাবালকদের মাধ্যমে প্রচার করার পরিকল্পনা ছিল আইসিসের। পাকিস্তানের আইসিস মডিউলের নির্দেশে কাজ করত নাবালকরা। ভুয়ো আইডির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিল।

ISIS: পাকিস্তান থেকে ISIS ঢুকে পড়ছে এভাবে! ইন্সটাগ্রামে চলত কারবার, গ্রেফতার ২ নাবালক
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Nov 19, 2025 | 2:02 PM
Share

রায়পুর: ভারতে জাল ছড়াচ্ছে আইসিস। ফের হদিস মিলল আইসিস নেটওয়ার্কের। এবার নাবালকদের মাধ্যমে দেশ বিরোধী চিন্তাধারা প্রচার ও জঙ্গি কাজ চালানোর চেষ্টা করা হচ্ছিল। আইসিস নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থেকে সোশ্যাল মিডিয়ায় মগজধোলাইয়ের অভিযোগে ছত্তীসগঢ় থেকে গ্রেফতার করা হল ২ জনকে। পুলিশের জালে ধরা পড়েছে দুই নাবালক।

আইসিস নেটওয়ার্ক বিস্তার করা হচ্ছে দেশজুড়ে। ছত্তীসগঢ়ের রায়পুর থেকে আজ অ্যান্টি-টেররিজম স্কোয়াড দুই নাবালকককে আটক করে। তারা ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (ISIS) সঙ্গে যোগাযোগ ছিল বলেই জানিয়েছেন ছত্তীসগঢ়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা।

গোয়েন্দাদের অনুমান, নাবালক হওয়ায় আইন কঠোর প্রয়োগ করা হবে না, তা জেনেই নাবালকদের মাধ্যমে প্রচার করার পরিকল্পনা ছিল আইসিসের। পাকিস্তানের আইসিস মডিউলের নির্দেশে কাজ করত নাবালকরা। ভুয়ো আইডির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিল। সেখান থেকেই নাবালকদের মগজধোলাই করত। ইন্সটাগ্রামে তাদের একটি গ্রুপও ছিল। সেখানে তাদের মগজধোলাই করা হত। দুই নাবালকের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ((UAPA) মামলা দায়ের করা হয়েছে।

উপমুখ্যমন্ত্রী বলেন, ইন্সটাগ্রামের মাধ্যমে এদের মগজধোলাই করা হচ্ছিল। বাকিদেরও প্রভাবিত করার চেষ্টা করছিল। এদের (আইসিস মডিউল) কাছে যথেষ্ট তথ্য ছিল। ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আইসিসের প্রচার করছিল। অনলাইনেই তাদের যাবতীয় কার্যকলাপ চলত। ধৃত দুই নাবালকও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রচার করছিল।

প্রসঙ্গত, এর আগে উত্তর প্রদেশ এটিএস ছত্তীসগঢ়ের দুর্গ জেলা থেকে এক আইসিস জঙ্গিকে গ্রেফতার করেছিল। রায়পুরে এই প্রথম এমন ঘটনা ঘটল। ছত্তীসগঢ়ের বাকি শহরগুলিতেও তল্লাশি চালানো হচ্ছে। যদি সোশ্যাল মিডিয়ায় কাউকে এই ধরনের ধর্মের নামে দেশবিরোধী কার্যকলাপের প্রচার করতে দেখেন, তাহলে দ্রুত পুলিশের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।