নয়া দিল্লি: চাঁদের আরও কাছাকাছি চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। রবিবার, ২০ অগস্ট চন্দ্রযানের ল্যান্ডার মডিউলের সফল দ্বিতীয় তথা শেষ ডি-বুস্টিং (De-Bosting) হওয়ার পর চাঁদের কক্ষপথের আরও কিছুটা পথ পার করল চন্দ্রযান। বর্তমানে চাঁদ থেকে ল্যান্ডারের সর্বনিম্ন দূরত্ব কমে দাঁড়িয়েছে ২৫ কিলোমিটারে। সর্বোচ্চ দূরত্ব ১৩৪ কিলোমিটার। ইসরোর তরফে জানানো হয়েছে, এবার মডিউল নিজেই অভ্যন্তরীণ অবস্থা যাচাই করবে এবং তারপর কক্ষপথের নির্ধারিত জায়গায় পৌঁছবে। সেখানে সূর্যোদয়ের অপেক্ষা করবে ল্যান্ডার বিক্রম (Lander Vikram)। ২৩ অগস্ট ভারতীয় সময় অনুযায়ী, সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে চাঁদের বুকে অবতরণ করবে চন্দ্রযান-৩।
গত ১৪ জুলাই অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে এলভিএম-৩ রকেটে চেপে চাঁদের উদ্দেশে রওনা দেয় চন্দ্রযান-৩। গত ৫ অগস্ট তা পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কক্ষপথে প্রবেশ করে।
Chandrayaan-3 Mission:
🇮🇳Chandrayaan-3 is set to land on the moon 🌖on August 23, 2023, around 18:04 Hrs. IST.
Thanks for the wishes and positivity!
Let’s continue experiencing the journey together
as the action unfolds LIVE at:
ISRO Website https://t.co/osrHMk7MZL
YouTube… pic.twitter.com/zyu1sdVpoE— ISRO (@isro) August 20, 2023
রবিবারই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে জানানো হয়, নির্ধারিত দিন ২৩ অগস্টই চাঁদের বুকে অবতরণ করবে চন্দ্রযান-৩। চাঁদের দক্ষিণ মেরুতে সন্ধে ৬টা ৪ মিনিটে তার অবতরণের কথা। ইসরো জানিয়েছে, চাঁদে সফট ল্যান্ডিং করবে ল্যান্ডার বিক্রম। ল্যান্ডারটি চাঁদের পৃষ্ঠে অবতরণের পরও প্রপালশন মডিউলটি চাঁদের কক্ষপথে পাক খাবে। পৃথিবী ও চাঁদের বায়ুমণ্ডল সম্পর্কে তথ্য সংগ্রহ করবে ওই মডিউল।
ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী থাকবে গোটা বিশ্বই। ইসরোর তরফে জানানো হয়েছে, বুধবার, ২০ অগস্ট বিকেল ৫টা ২৭ মিনিট থেকেই চন্দ্রযান-৩ লাইভ কভারেজ দেখানো হবে। ইসরোর ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুক পেজে লাইভ কভারেজ দেখা যাবে। পাশাপাশি ডিডি ন্যাশনাল চ্যানেলেও লাইভ কভারেজ দেখতে পাবেন সকলে।