Aditya L1: কাউন্টডাউন শুরু, শনিতেই রবি অভিযান ISRO-র

ঈপ্সা চ্যাটার্জী |

Sep 02, 2023 | 11:10 AM

ISRO Solar Mission: পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন বা ১৫ লক্ষ কিলোমিটার দূরে সূর্যের শেষ অক্ষে পাঠানো হবে আদিত্য-এল১ মহাকাশযান (Aditya-L1)। পিএসএলভি রকেটে করে এই মহাকাশযান পাঠানো হবে। সোলার করোনা বা সৌর করোনা এবং সৌর বায়ুর পরিস্থিতি পর্যবেক্ষণ করবে আদিত্য এল-১।

Aditya L1: কাউন্টডাউন শুরু, শনিতেই রবি অভিযান ISRO-র
ফাইল ছবি
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: চন্দ্রযানের পর এবার লক্ষ্য সূর্য। আজ, শনিবার প্রথম সূর্য অভিযানে (Solar Mission) নামছে ইসরো (ISRO)। শ্রীহরিকোটা (Sriharikota) থেকে উৎক্ষেপণ করা হবে। ১২৫ দিনের অভিযানে যাচ্ছে আদিত্য এল-১। পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন বা ১৫ লক্ষ কিলোমিটার দূরে সূর্যের শেষ অক্ষে পাঠানো হবে আদিত্য-এল১ মহাকাশযান (Aditya-L1)। পিএসএলভি রকেটে করে এই মহাকাশযান পাঠানো হবে। সোলার করোনা বা সৌর করোনা এবং সৌর বায়ুর পরিস্থিতি পর্যবেক্ষণ করবে আদিত্য এল-১।

জানা গিয়েছে, আদিত্য-এল১ মিশন সাতটি পে-লোড নিয়ে মহাকাশে যাবে। সূর্যের করোনা ও ফোটোস্পিয়ার, ক্রোমোস্পিয়ারের পর্যবেক্ষণ করবে বিভিন্ন ওয়েভব্য়ান্ড থেকে। লিকুইড অ্যাপোজি মোটর আদিত্য মহাকাশযানকে ল্যাগরানজিয়ান পয়েন্ট ১-এ পৌঁছে দেবে।  আদিত্য এল-১ প্রতিদিন ১৪৪০টি করে সূর্যের ছবি পাঠাবে। ভিইএলসি যে সাতটি পে-লোড থাকবে, তার মধ্যে চারটি সূর্যের আলো পর্যবেক্ষণ করবে। বাকি তিনটি প্লাজমা ও ম্যাগনেটিক ফিল্ড পর্যবেক্ষণ করবে।

ইন্ডিয়ান ইন্সটিটিউট অব অ্য়াস্ট্রোফিজিক্সের তথ্য অনুযায়ী, ১৯০ কেজির ভিইএলসি পেলোড আগামী পাঁচ বছর ধরে ছবি পাঠাবে। এটি উপগ্রহের ন্যূনতম আয়ু। জ্বালানি কম খরচ হলে এর থেকেও বেশি সময় সূর্যের শেষ কক্ষপথে থাকতে পারে এই মহাকাশযান।  বিজ্ঞানীরা মনে করছেন, জানুয়ারির মাঝামাঝি সময়ে সূর্যের শেষ কক্ষপথে পৌঁছবে আদিত্য এল-১। ফেব্রুয়ারির শেষভাগের মধ্যে প্রথম ছবি পাওয়া যাবে।

সূর্যের কক্ষপথে পৌঁছনোর পর প্রথমে ছোটখাটো যন্ত্রগুলি পরীক্ষা করা হবে। সমস্ত যন্ত্র সঠিকভাবে কাজ করলে, ফেব্রুয়ারির মাঝামাঝি ভিইএলসি-র শাটার খোলা হবে। কোয়ান্টম চ্যানেল থেকে প্রতি মিনিটে একটি করে ছবি তুলে পাঠাবে। ২৪ ঘণ্টায় আনুমানিক ১৪৪০টি ছবি পাঠাবে আদিত্য এল-১।

Next Article