ISRO: একসঙ্গে তিনটি উপগ্রহকে কক্ষপথে স্থাপন, সফলভাবে SSLV-D2 রকেট উৎক্ষেপণ করল ইসরো

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 10, 2023 | 11:10 AM

সফলভাবে রকেট উৎক্ষেপণের পরই ইসরোর অফিসিয়াল টুইটার থেকে টুইট করে বলা হয়, "সাফল্যের সঙ্গে মিশন পূর্ণ হল। এসএসএলভি-ডি২ রকেট ইওএস-০৭, জানুস-১ এবং আজ়াদিস্যাট-২ উপগ্রহকে তাদের নির্দিষ্ট কক্ষে স্থাপিত করেছে।"

ISRO: একসঙ্গে তিনটি উপগ্রহকে কক্ষপথে স্থাপন, সফলভাবে SSLV-D2 রকেট উৎক্ষেপণ করল ইসরো
ইসরোর সফল রকেট উৎক্ষেপণ।

Follow Us

নয়া দিল্লি: ইসরোর (ISRO) মুকুটে উঠল আরও একটি সাফল্যের পালক।  সফলভাবে উৎক্ষেপণ করা হল ইসরোর এএসএলভি-ডি২ রকেট (SSLV-D2 Rocket)।  শুক্রবার সকালে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা (Sriharikota) থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় ইসরোর এসএসএলভি-ডি২  রকেটের। তিনটি উপগ্রহ নিয়ে উৎক্ষেপণ করে রকেটটি। সফলভাবেই তা কক্ষে প্রতিস্থাপন করা হয়েছে বলে জানানো হয়েছে ইসরোর তরফে।

ইসরোর তরফে জানানো হয়েছে, এ দিন সকাল ৯টা ১৮ মিনিটে ইসরোর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে তিনটি মিনি, মাইক্রো ও ন্যান্য়ো স্যাটেলাইট নিয়ে এএসএলভি-ডি২ রকেটের উৎক্ষেপণ করা হয়। মাত্র ১৫ মিনিটের মধ্যেই রকেটটি ৪৫০ কিলোমিটার সার্কুলার অরবিটে ওই স্যাটেলাইটগুলিকে সফলভাবে স্থাপন করে।

সফলভাবে রকেট উৎক্ষেপণের পরই ইসরোর অফিসিয়াল টুইটার থেকে টুইট করে বলা হয়, “সাফল্যের সঙ্গে মিশন পূর্ণ হল। এসএসএলভি-ডি২ রকেট ইওএস-০৭, জানুস-১ এবং আজ়াদিস্যাট-২ উপগ্রহকে তাদের নির্দিষ্ট কক্ষে স্থাপিত করেছে।”

উল্লেখ্য, এটি ইসরোর দ্বিতীয় ক্ষুদ্র উপগ্রহ উৎক্ষেপণ। এর আগে গত বছরের ৯ অগস্ট এসএসএলভি রকেট ক্ষুদ্র স্যাটেলাইট নিয়ে উৎক্ষেপণ করা হলেও, তা সঠিকভাবে নির্দিষ্ট কক্ষে উপগ্রহগুলিকে স্থাপন করতে না পারায় তাকে আংশিক সফল উৎক্ষেপণ বলেই গণ্য করা হয়েছিল।

যে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, সেগুলি হল ইসরোর নিজস্ব ইওএস-০৭, মার্কিন সংস্থা অন্তরিসের জানুস-১ এবং চেন্নাইয়ের স্টার্স্টআপ সংস্থা স্পেসকিডজের আজাদিস্যাট-২। এরমধ্যে আজাদিস্যাট নামক স্যাটেলাইটটি তৈরি করেছে দেশেরই ৭৫০ জন ছাত্রী। এই উপগ্রহটির ওজন ৮.৭ কেজি।

Next Article