নয়া দিল্লি: ইসরোর (ISRO) মুকুটে উঠল আরও একটি সাফল্যের পালক। সফলভাবে উৎক্ষেপণ করা হল ইসরোর এএসএলভি-ডি২ রকেট (SSLV-D2 Rocket)। শুক্রবার সকালে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা (Sriharikota) থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় ইসরোর এসএসএলভি-ডি২ রকেটের। তিনটি উপগ্রহ নিয়ে উৎক্ষেপণ করে রকেটটি। সফলভাবেই তা কক্ষে প্রতিস্থাপন করা হয়েছে বলে জানানো হয়েছে ইসরোর তরফে।
ইসরোর তরফে জানানো হয়েছে, এ দিন সকাল ৯টা ১৮ মিনিটে ইসরোর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে তিনটি মিনি, মাইক্রো ও ন্যান্য়ো স্যাটেলাইট নিয়ে এএসএলভি-ডি২ রকেটের উৎক্ষেপণ করা হয়। মাত্র ১৫ মিনিটের মধ্যেই রকেটটি ৪৫০ কিলোমিটার সার্কুলার অরবিটে ওই স্যাটেলাইটগুলিকে সফলভাবে স্থাপন করে।
#WATCH | Andhra Pradesh: ISRO launches Small Satellite Launch Vehicle-SSLV-D2- from Satish Dhawan Space Centre at Sriharikota to put three satellites EOS-07, Janus-1 & AzaadiSAT-2 satellites into a 450 km circular orbit pic.twitter.com/kab5kequYF
— ANI (@ANI) February 10, 2023
সফলভাবে রকেট উৎক্ষেপণের পরই ইসরোর অফিসিয়াল টুইটার থেকে টুইট করে বলা হয়, “সাফল্যের সঙ্গে মিশন পূর্ণ হল। এসএসএলভি-ডি২ রকেট ইওএস-০৭, জানুস-১ এবং আজ়াদিস্যাট-২ উপগ্রহকে তাদের নির্দিষ্ট কক্ষে স্থাপিত করেছে।”
উল্লেখ্য, এটি ইসরোর দ্বিতীয় ক্ষুদ্র উপগ্রহ উৎক্ষেপণ। এর আগে গত বছরের ৯ অগস্ট এসএসএলভি রকেট ক্ষুদ্র স্যাটেলাইট নিয়ে উৎক্ষেপণ করা হলেও, তা সঠিকভাবে নির্দিষ্ট কক্ষে উপগ্রহগুলিকে স্থাপন করতে না পারায় তাকে আংশিক সফল উৎক্ষেপণ বলেই গণ্য করা হয়েছিল।
SSLV-D2/EOS-07 Mission: Countdown begins tomorrow at 0248 hrs ISThttps://t.co/D8lncJrx8K
Watch the launch LIVE from 0845 hrs IST at https://t.co/DaHF8JKLUg https://t.co/V0ccOnT4d5https://t.co/zugXQAYy1y
from 0855 hrs IST at https://t.co/7FmnWEm1YF @DDNational pic.twitter.com/tfNWGyJNM4
— ISRO (@isro) February 9, 2023
যে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, সেগুলি হল ইসরোর নিজস্ব ইওএস-০৭, মার্কিন সংস্থা অন্তরিসের জানুস-১ এবং চেন্নাইয়ের স্টার্স্টআপ সংস্থা স্পেসকিডজের আজাদিস্যাট-২। এরমধ্যে আজাদিস্যাট নামক স্যাটেলাইটটি তৈরি করেছে দেশেরই ৭৫০ জন ছাত্রী। এই উপগ্রহটির ওজন ৮.৭ কেজি।