Chandrayaan-3: চাঁদের দক্ষিণ মেরুর পর গণপতি বাপ্পার মণ্ডপে ‘সফট ল্যান্ডিং’ চন্দ্রযান ৩-র, দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 24, 2023 | 2:27 PM

Ganesh Chaturthi: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গেল, ইসরোর চন্দ্রযান-৩ মিশনের সবকটি ধাপ তুলে ধরা হয়েছে। উৎক্ষেপণ থেকে শুরু করে পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কক্ষপথে প্রবেশ, চাঁদে সফট ল্যান্ডিং, সেখানে ল্যান্ডারের বুক থেকে রোভার প্রজ্ঞানের বেরিয়ে আসা- সবকটি ধাপই তুলে ধরা হয়েছে। 

Follow Us

কলকাতা: চন্দ্রযান ৩-র সাফল্যে গর্বে বুক ফুলেছে ভারতবাসীর। নেতা-মন্ত্রী থেকে পথচলতি সাধারণ মানুষ, সকলের মুখেই চন্দ্রযানের সাফল্যের কথা। এবার সেই চন্দ্রযান-৩ (Chandrayaan-3) জায়গা পেল পুজোর মণ্ডপেও। কলকাতা থেকে গুজরাটের সুরাট, ছত্তীসগঢ়ের রায়পুর থেকে  অসমের গুয়াহাটি- দেশের বিভিন্ন প্রান্তে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) উপলক্ষে পুজো মণ্ডপগুলি চন্দ্রযান-৩ এর থিমেই সাজিয়ে তোলা হয়েছিল। এরইমধ্যে নজর কেড়েছে একটি মণ্ডপের ভিডিয়ো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গেল, ইসরোর (ISRO) চন্দ্রযান-৩ মিশনের সবকটি ধাপ তুলে ধরা হয়েছে। উৎক্ষেপণ থেকে শুরু করে পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কক্ষপথে প্রবেশ, চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং, সেখানে ল্যান্ডারের বুক থেকে রোভার প্রজ্ঞানের বেরিয়ে আসা ও তথ্য সংগ্রহ- সবকটি ধাপই তুলে ধরা হয়েছে।

কেমন সেই মণ্ডপ?

যে মণ্ডপটি ঘিরে এত চর্চা, তাতে দেখা গিয়েছে গণেশের ছোট্ট মূর্তির পাশেই রয়েছে রকেট লঞ্চার। সেখান থেকে উৎক্ষেপণ হচ্ছে চন্দ্রযান-৩। মহাশূন্যে পৌঁছে চন্দ্রযান চাঁদের কক্ষপথের চারপাশে পাক খাচ্ছে। এরপরের ধাপে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমকে চাঁদের বুকে সফট ল্যান্ডিং করতে দেখা যায়। চাঁদে নামতেই ল্যান্ডারের বুক থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। তাতে আবার লাগানো জাতীয় পতাকা।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো পোস্ট হতেই তাতে লাইক, শেয়ারের বন্যা বয়ে গিয়েছে। নেটিজেনরা বাহবা জানিয়েছেন মণ্ডপ নির্মাতাদের এত সুন্দরভাবে চন্দ্রযান-৩ মিশনের প্রতিটি ধাপ তুলে ধরার জন্য।

কলকাতা: চন্দ্রযান ৩-র সাফল্যে গর্বে বুক ফুলেছে ভারতবাসীর। নেতা-মন্ত্রী থেকে পথচলতি সাধারণ মানুষ, সকলের মুখেই চন্দ্রযানের সাফল্যের কথা। এবার সেই চন্দ্রযান-৩ (Chandrayaan-3) জায়গা পেল পুজোর মণ্ডপেও। কলকাতা থেকে গুজরাটের সুরাট, ছত্তীসগঢ়ের রায়পুর থেকে  অসমের গুয়াহাটি- দেশের বিভিন্ন প্রান্তে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) উপলক্ষে পুজো মণ্ডপগুলি চন্দ্রযান-৩ এর থিমেই সাজিয়ে তোলা হয়েছিল। এরইমধ্যে নজর কেড়েছে একটি মণ্ডপের ভিডিয়ো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গেল, ইসরোর (ISRO) চন্দ্রযান-৩ মিশনের সবকটি ধাপ তুলে ধরা হয়েছে। উৎক্ষেপণ থেকে শুরু করে পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কক্ষপথে প্রবেশ, চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং, সেখানে ল্যান্ডারের বুক থেকে রোভার প্রজ্ঞানের বেরিয়ে আসা ও তথ্য সংগ্রহ- সবকটি ধাপই তুলে ধরা হয়েছে।

কেমন সেই মণ্ডপ?

যে মণ্ডপটি ঘিরে এত চর্চা, তাতে দেখা গিয়েছে গণেশের ছোট্ট মূর্তির পাশেই রয়েছে রকেট লঞ্চার। সেখান থেকে উৎক্ষেপণ হচ্ছে চন্দ্রযান-৩। মহাশূন্যে পৌঁছে চন্দ্রযান চাঁদের কক্ষপথের চারপাশে পাক খাচ্ছে। এরপরের ধাপে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমকে চাঁদের বুকে সফট ল্যান্ডিং করতে দেখা যায়। চাঁদে নামতেই ল্যান্ডারের বুক থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। তাতে আবার লাগানো জাতীয় পতাকা।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো পোস্ট হতেই তাতে লাইক, শেয়ারের বন্যা বয়ে গিয়েছে। নেটিজেনরা বাহবা জানিয়েছেন মণ্ডপ নির্মাতাদের এত সুন্দরভাবে চন্দ্রযান-৩ মিশনের প্রতিটি ধাপ তুলে ধরার জন্য।

Next Article