জামনগর: রাতে ভয়াবহ দুর্ঘটনা। মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল বায়ুসেনার জাগুয়ার ফাইটার জেট। বুধবার রাতে গুজরাটের জামনগর জেলায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন জ্বলে ওঠে। গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়।
কালাভাদ রোডের সুভারদা গ্রামের কাছে এদিন বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। ধোঁয়া দেখে বিচলিত হয়ে পড়েন গ্রামবাসীরা। এরপরই গ্রামের লোকজন ঘটনাস্থলে পৌঁছয়। সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ।
জানা গিয়েছে, জাগুয়ার যুদ্ধবিমানটি বুধবার রাতে জামনগরের মধ্যে দিয়ে যাওয়ার সময় হঠাৎ মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বিকট শব্দও শোনা যায় আশপাশের এলাকা থেকে। পুলিশ এয়ার ফোর্সকে ঘটনাটি জানালে, ঘটনাস্থলে যান আধিকারিকরা।
জামনগরের পুলিশ সুপার প্রেমসুখ দেলু ঘটনাস্থলে পৌঁছন। গ্রামবাসীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ঘটনার পর একজন পাইলট নিখোঁজ। অপরজন কোনও ক্রমে বেরতে পেরেছেন। তাঁকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অন্যজনের খোঁজ চলছে।
A Jaguar fighter aircraft crashes in Jamnagar, Gujarat. More details awaited: Defence Sources pic.twitter.com/apuRWN3wc8
— ANI (@ANI) April 2, 2025