নয়া দিল্লি: বৃহস্পতিবার সকালে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট। ২৬,০০০ শিক্ষক-শিক্ষিকার ভবিষ্যৎ নির্ভর করছে শীর্ষ আদালতের এই রায়ের উপর। কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা হয় শীর্ষ আদালতে। দীর্ঘদিন ধরে চলছে শুনানি। বৃহস্পতিবার চূড়ান্ত রায়ে হবে তাদের ভাগ্য নির্ধারণ।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতির বেঞ্চ রায় ঘোষণা করবে। এসএসসি-র বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা হয়েছে। তবে এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গত ১০ ফেব্রুয়ারি এই মামলার শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে। এই মামলায় মূল যে সমস্যা উঠে এসেছিল, তা হল পৃথকীকরণ। কীভাবে যোগ্য এবং অযোগ্য শিক্ষক বা শিক্ষিকা বাছাই করা হবে, সেটা নিয়েই জটিলতা তৈরি হয়। শুনানির শেষ দিন পর্যবেক্ষণে আদালত জানিয়েছিল, এই মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, কারণ ওএমআর শিট উদ্ধার হয়নি।
রাজ্য সরকারের আদালতে সওয়াল করেছে যে এতজন শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল হলে রাজ্যের শিক্ষাব্যবস্থায় বড় প্রভাব পড়বে। বৃহস্পতিবারের রায়ের দিকে তাই তাকিয়ে আছে সব পক্ষ।