J&K Election: কবে জম্মু-কাশ্মীরের নির্বাচন? বড় আপডেট এল অবশেষে

Jammu Kashmir Assembly Election: সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির নেতাদের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও জম্মু-কাশ্মীরের বিজেপি নেতাদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন।

J&K Election: কবে জম্মু-কাশ্মীরের নির্বাচন? বড় আপডেট এল অবশেষে
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jul 05, 2024 | 11:56 AM

নয়া দিল্লি: জম্মু-কাশ্মীরের নির্বাচন (Jammu kashmir Assembly Election) কবে হবে? গত বছর থেকেই এই প্রশ্ন ঘুরছে। অবশেষে মিলতে চলেছে সেই উত্তর। সূত্রের খবর, অমরনাথ যাত্রার (Amarnath Yatra) পরই হতে চলেছে জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই অমরনাথ যাত্রা চলছে। আগামী ১৯ অগস্ট এই যাত্রা শেষ হবে। তারপরই হতে পারে বিধানসভা নির্বাচন।

সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির নেতাদের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও জম্মু-কাশ্মীরের বিজেপি নেতাদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। বিজেপি ৯০টি আসনেই লড়তে চলেছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের নভেম্বর মাসে, জম্মু-কাশ্মীর ভাগ হওয়ার আগে শেষবার জম্মু-কাশ্মীরে নির্বাচন হয়েছিল। ২০১৯ সালের ৫ অগস্ট কেন্দ্রের তরফে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্ত করা হয়, যার জেরে বিশেষ মর্যাদা হারায় জম্মু-কাশ্মীর।

সূত্রের খবর, বিজেপি জানিয়েছে, তারা নির্বাচনের আগে কোনও দলের সঙ্গে জোট বাঁধবে না। সমমনস্ক দলের সঙ্গে আসন সমঝোতা করা হতে পারে। বিজেপির তরফে আপাতত কোনও মুখ্যমন্ত্রীর মুখও ঘোষণা করা হবে না।

নির্বাচনী প্রচারে জম্মু-কাশ্মীরে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও শীর্ষ নেতারা কার্পেট বম্বিং করবেন বলেই সূত্রের খবর।