আলমারি নাকি নার্নিয়ার রাস্তা! কুলগামে জঙ্গিরা কীভাবে গা ঢাকা দিয়েছিল, বেরিয়ে এল সব তথ্য

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 08, 2024 | 9:56 AM

J&K Encounter: কোথায় লুকিয়ে ছিল জঙ্গিরা? কেন তন্নতন্ন করে খুঁজেও প্রথমে হদিস মেলেনি তাদের? এই উত্তর মিলছে জঙ্গি দমন অভিযানের একটি ভিডিয়ো দেখেই। সেখানে দেখা যাচ্ছে, আলমারির ভিতরে একে একে ঢুকে পড়ছে কেউ। তারপরই উধাও!

আলমারি নাকি নার্নিয়ার রাস্তা! কুলগামে জঙ্গিরা কীভাবে গা ঢাকা দিয়েছিল, বেরিয়ে এল সব তথ্য
এই আলমারি দিয়েই বাঙ্কারে যাতায়াত করত জঙ্গিরা।
Image Credit source: Twitter

Follow Us

শ্রীনগর: জঙ্গিদের আশ্রয় দিয়েছিল স্থানীয় বাসিন্দারাই! কুলগামের এনকাউন্টারের পর এই কথা সাফ বোঝা যাচ্ছে। সেনার তরফেও একই কথা জানানো হয়েছে। কিন্তু কোথায় লুকিয়ে ছিল জঙ্গিরা? কেন তন্নতন্ন করে খুঁজেও প্রথমে হদিস মেলেনি তাদের? এই উত্তর মিলছে জঙ্গি দমন অভিযানের একটি ভিডিয়ো দেখেই। সেখানে দেখা যাচ্ছে, আলমারির ভিতরে একে একে ঢুকে পড়ছে কেউ। তারপরই উধাও!

না, এই আলমারি নার্নিয়া যাওয়ার পথ নয়। বরং জঙ্গিদের গোপন আস্তানা। বাড়ির নীচেই গোপন বাঙ্কার বানিয়েছিল জঙ্গিরা। আর সেই বাঙ্কারে ঢোকার পথ হল আলমারি। একটি ভিডিয়োতেই দেখা গিয়েছে, কীভাবে ওই নকল আলমারিকে যাতায়াতের পথ হিসাবে ব্যবহার করা হত।

শনিবার রাতে জম্মু-কাশ্মীরের কুলগামের চিন্নিগামে এনকাউন্টারে নিকেশ করা হয় চার জঙ্গিকে। জানা গিয়েছে, তারা সকলেই হিজবুল মুজাহিদ্দিন জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল। নিহত জঙ্গিদের মধ্যে একজন আবার হিজবুল কমান্ডার ছিলেন।

কুলগামে রাতভর গুলির লড়াই চলে সেনা ও জঙ্গিদের মধ্যে। জঙ্গি নিকেশের পর ওই বাড়িটিকেও কার্যত গুড়িয়ে দেওয়া হয়। আর তখনই গোপন বাঙ্কারের হদিস মেলে।

এনকাউন্টার অভিযান শেষ হওয়ার পর এক আধিকারিক জানান, জঙ্গিরা স্থানীয়দের সাহায্য নিয়েই আত্মগোপন করেছিল। তারা ওই বাড়ির ভিতরে রাখা আলমারির ভিতর দিয়ে বাঙ্কারে যাতায়াত করত। কারা জঙ্গিদের মদত দিত, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, কুলগামের মাদেরগামে আরেকটি ভিন্ন এনকাউন্টার অভিযানে আরও এক জঙ্গিকে নিকেশ করা হয়। এই এনকাউন্টার অভিযানে ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ানও শহিদ হয়েছেন।

Next Article