পটনা: সাতবার মুখ্যমন্ত্রী হয়ে রেকর্ড গড়েছেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার সমস্ত গুণাগুণ রয়েছে তাঁর মধ্যে, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ের অংশ নন তিনি। বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারের সম্পর্কে এ কথাই বললেন তাঁর দলের সদস্যরা। যদিও দলের সদস্যদের এই মন্তব্যে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী নিজেই। তিনি বলেন, “এগুলি অবাস্তব কথা। আমি কখনও প্রধানমন্ত্রী হতে চাইনি এবং আগামিদিনেও চাই না।”
রবিবার বিকেলে পটনায় জাতীয় কাউন্সিলের বৈঠকে যোগ দিয়েছিলেন জনতা দল ইউনাইটেডের সদস্যরা। বৈঠক শেষেই জেডি(ইউ) নেতা কেসি ত্যাগী বলেন, “নীতীশ কুমার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অংশ নেননি। ওনার মধ্য়ে প্রধানমন্ত্রী হওয়ার সমস্ত গুণ থাকলেও আমরা যেহেতু এনডিএ জোটে রয়েছি, তাই আমাদের জন্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীই।”
তবে প্রধানমন্ত্রী হিসাবে নীতীশ কুমারের নাম সুপারিশ এই প্রথম নয়, এর আগেও চলতি মাসের শুরুতেই অপর এক জেডি(ইউ) নেতা উপেন্দের কুশওয়াহাও রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী পদে যোগ্য প্রার্থী বলে উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, “সাধারণ মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানিয়েছেন এবং তিনি ভাল কাজও করছেন। তবে আমাদের দেশে আরও অনেক নেতা রয়েছেন, যারা ভাল প্রধানমন্ত্রী হতে পারবেন। তাদের মধ্যেই অন্য়তম হলেন নীতীশ কুমার। প্রধানমন্ত্রী বদল করার কথা বলছি না, তবে নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী পদের যোগ্য প্রার্থী বলে গণ্য করা উচিত।”
যদিও নীতীশ কুমারকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এরকম কোনও কথা হয়নি। আমি কেন প্রধানমন্ত্রী হতে যাব? আমার এইসব নিয়ে একটুও আগ্রহ নেই।”
এদিকে, জোটসঙ্গী বিজেপির তরফ থেকে বিষয়টিকে ভাল চোখে দেখা হয়নি। পরিস্থিতি সামাল দিতে জেডি(ইউ)-র জাতীয় সভাপতি লল্লন সিং বলেন, “কয়েকজন নেতা বলছেন যে উনি (নীতীশ কুমার) প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। কিন্তু সেই পদ খালি নেই। সত্যিকারের যোগ্য প্রার্থী হওয়া এবং নিজেকে নিয়ে দাবি করা-দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। দুটি বিষয়ের মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। আমরা একটা ছোট দল, কীভাবে এই ধরনের দাবি করতে পারি আমরা?”
সম্প্রতিই জাতিভিত্তিক জনগণনার দাবি তুলে খবরের শিরোনামে উঠে এসেছেন নীতীশ কুমার। চলতি মাসেই জনগণনার দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যান তিনি। সঙ্গে ছিলেন প্রধান বিরোধী নেতা তেজস্বী যাদব সহ ১০ দলের প্রতিনিধি দলের সদস্যরা।
জাতি ভিত্তিক জনগণনা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কিনা, এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছিলেন, “জাতি ভিত্তিক জনগণনায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হবে, এই কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন। জনগণনা হবে কিনা, তা সম্পূর্ণরূপে কেন্দ্রের উপর নির্ভর করছে, আমাদের কাজ কেবল নিজেদের দৃষ্টিভঙ্গি সামনে রাখা। এক জাতির মানুষজন এই সিদ্ধান্তকে সমর্থন করবে, আরেক জাতির মানুষ বিরোধিতা করবে, এটা ভাবা উচিত নয়। কারণ, সকলের স্বার্থেই জনগণনা করা হবে।”
একইসঙ্গে, নীতীশ কুমার আগামী বছর উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনেও জেডি(ইউ)-কে আসন দেওয়ার দাবি জানিয়েছেন। নাহলে তারা নিজেরাই প্রার্থী দেবেন বলে জানিয়েছেন। আরও পড়ুন: ১০০ শতাংশ প্রাপ্তবয়স্কদের টিকা দিয়ে নজির এই রাজ্যের, টিকাপ্রাপকদের সঙ্গে কথা বলবেন নমো