ED Summon Hemant Soren: কয়লা খনি দুর্নীতিতে নাম জড়াল মুখ্যমন্ত্রীর, ইডি দফতরে তলব হেমন্ত সোরেনকে

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 02, 2022 | 9:03 AM

Enforcement Directorate: সূত্রের খবর, আগামিকাল, বৃহস্পতিবারই ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে হেমন্ত সোরেনকে। ইতিমধ্যেই সমন পাঠানো হয়েছে তাঁকে।

ED Summon Hemant Soren: কয়লা খনি দুর্নীতিতে নাম জড়াল মুখ্যমন্ত্রীর, ইডি দফতরে তলব হেমন্ত সোরেনকে
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি:  ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তলব ইডির। বেআইনি কয়লা খনি খাদান দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করা হল। সূত্রের খবর, আগামিকাল, বৃহস্পতিবারই ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে হেমন্ত সোরেনকে। ইতিমধ্যেই সমন পাঠানো হয়েছে তাঁকে।

বেআইনি খনি খাদান ও আর্থিক তছরুপ মামলাতেই নাম জড়িয়েছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। অভিযোগ, নিয়ম ভেঙে নিজের নামে খনির লিজ নিয়েছিলেন হেমন্ত সোরেন। এই ঘটনা ঘিরেই বিতর্ক শুরু হয়। এমনকি মুখ্যমন্ত্রীর পদও খোয়াতে বসেছিলেন হেমন্ত সোরেন। যদিও শেষ অবধি আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে মুূখ্যমন্ত্রীর পদ বাঁচান সোরেন। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে ছিলেন মুখ্যমন্ত্রী। এবার বেআইনি খনি খাদান মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে।

জানা গিয়েছে, আগামিকাল, ৩ নভেম্বর ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে হেমন্ত সোরেনকে। এই মর্মে তাঁকে সমনও পাঠানো হয়েছে। তবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হাজিরা দেবেন কি না,  সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

উল্লেখ্য, বেআইনি খনি খাদান ও আর্থিক তছরুপ মামলায় ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সঙ্গী পঙ্কজ মিশ্রকে গ্রেফতার করেছে। গত ১৯ জুলাই বেআইনি আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয় তাঁকে।  বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতেই রয়েছেন ওই নেতা। গত ৮ জুলাই পঙ্কজ মিশ্র ও তাঁর সহকারীর বাড়ি সহ মোট ১৮টি জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। পঙ্কজ মিশ্রের পাশাপাশি তাঁর দুই সহকারী বাচ্চু যাদব ও প্রেম প্রকাশের নামও উল্লেখ করা হয়েছে মামলায়। গত ৪ ও ৫ অগস্ট ওই দুঅ অভিযুক্তকেও গ্রেফতার করা হয়।

ইডি সূত্রে খবর, গত মার্চ মাসে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ জেলায় পঙ্কজ মিশ্র ও তাঁর সহকারীদের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের হয়। এরপরই তদন্ত শুরু করে ইডি। গত সেপ্টেম্বরে বিশেষ আদালতে প্রসিকিউশন কমপ্লেন্ট জমা দেয় ইডি। সেখানেই জেএমএমের প্রাক্তন কোষাধক্ষ্য রবি কেজরীবালের বয়ানের উল্লেখ করে বলা হয়, পঙ্কজ মিশ্রকে সাওতাঁল পরগণার পাথর ও বালি খাদান থেকে আদায় করা টাকা ব্যবসায়ী প্রেম প্রকাশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনই।

গত অগস্ট মাসে পঙ্কজ মিশ্রের বাড়িতে যখন তল্লাশি অভিযান চালায় ইডি, তখন তাঁর বাড়ির আলমারি থেকে ঝাড়খণ্ড পুলিশের দুটি একে-৪৭ রাইফেলও উদ্ধার করা হয়। সেই নিয়েও বিতর্ক তৈরি হয়।

Next Article