Jharkhand: ধড় থেকে ১৫ কিলোমিটার দূরে মিলল মস্তক! ভাইয়ের হাতে ভাইয়ের নৃশংস হত্যা

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 06, 2022 | 3:06 PM

Jharkhand Khunti Murder: ঝাড়খণ্ডের খুন্তি জেলায় তুতোভাইকে হত্যা করে তার ধড় ও মস্তক আলাদা করে দিল এক ব্যক্তি। ধড়ের ১৫ কিলোমিটার দূরে ফেলল মস্তক।

Jharkhand: ধড় থেকে ১৫ কিলোমিটার দূরে মিলল মস্তক! ভাইয়ের হাতে ভাইয়ের নৃশংস হত্যা
প্রতীকী ছবি

Follow Us

রাঁচি: ফের মিলল খণ্ড-বিখণ্ড দেহ। ধর পাওয়া গেল যেখান থেকে, তার ১৫ কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হল মৃতের মস্তক। ভয়ঙ্কর এক হত্যাকাণ্ডের অভিযোগ উঠল ঝাড়খণ্ডের খুন্তি জেলায়। অভিযুক্ত এবং নিহত সম্পর্কে পরস্পরের তুতো ভাই। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ চলছিল। আর তা থেকেই ঘটে গিয়েছে এই নৃশংস হত্যাকাণ্ড। এমনকী, অভিযুক্তের বন্ধু নিহতের কাটা মস্তকের সঙ্গে সেলফিও তুলেছে বলে দাবি পুলিশের। গত রবিবার, মূল অভিযুক্ত, তাঁর স্ত্রী-সহ ৬জনকে গ্রেফতার করা হয়েছে।

এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডটি ঘটেছে গত ১ ডিসেম্বর, খুন্তি জেলার মুর্হু এলাকায়। নিহত কানু মুন্ডার বাবা দশাই মুন্ডা জানিয়েছেন, ওই দিন তাঁদের পরিবারের সকলেই মাঠে গিয়েছিলেন কাজ করতে। বাড়িতে একা ছিলেন তাঁর পুত্র কানু। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে কানুকে আর দেখতে পাননি দশাই মুন্ডা। পাড়া প্রতিবেশীরা তাঁকে জানিয়েছিল, কানুকে অপহরণ করে নিয়ে গিয়েছে তাঁর ভাইপো সাগর মুন্ডা এবং তাঁর বন্ধুরা। এরপর বিভিন্ন জায়গায় কানুর খোঁজ করেন দশাই, কিন্তু কোথাও ছেলেকে খুঁজে পাননি তিনি।

পরের দিন তিনি পুলিশে ছেলের অপহরণের কথা জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন। পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, খুন্তির সাব-ডিভিশনাল পুলিশ কর্তা অমিত কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল গঠন করা হয়েছিল। তারাই গত রবিবার সাগর মুন্ডা ও অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার করে। গ্রেফতারির পর সাগরকে জেরা করে পুলিশ জানতে পারে, কানুকে হত্যা করা হয়েছে। অভিযুক্তদের বয়ানের সূত্র ধরে কুমাং গোপলা জঙ্গল থেকে উদ্ধার করা হয় কানু মুন্ডার ধড়। ওই জায়গা থেকে ১৫ কিলোমিটার দূরে দুলওয়া টুংরি এলাকা থেকে পাওয়া যায় কানু মুন্ডার মস্তক।

মোট পাঁচটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। তার মধ্যে একটি নিহত কানু মুন্ডার। অভিযুক্তদের ফোন ঘেঁটে পুলিশ দেখেছে, কানু মুন্ডাকে হত্যার পর, তাঁর ছিন্ন মস্তকের সঙ্গে সাগর ও তার বন্ধুরা সেলফি তুলেছিল। মোবাইল ফোন ছাড়াও দুটি রক্তমাখা ছুরি, একটি কুঠার এবং একটি এসইউভি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এগুলিও হত্যায় ব্যবহার করা হয়েছিল বলে দাবি পুলিশের।

Next Article