JNU Student Poll: ফের লালে লাল JNU, সহ-সভাপতি পদে জয়ী বাংলার অভিজিৎ

Jyotirmoy Karmokar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 25, 2024 | 7:38 AM

JNU Student Poll: ১৯৯৭ সালের পর এই প্রথমবার ছাত্র সংসদের সভাপতি হলেন কোনও দলিত। ধনঞ্জয় নামে এই ছাত্র বিহারের গয়ার বাসিন্দা। তিনি জেএনইউ-এর কলা বিভাগের পিএইচডি-র ছাত্র। গত শুক্রবার ভোট গ্রহণ হয় জেএনইউ-তে। রবিবার হল ফল প্রকাশ। ২০১৯-এর পর এই প্রথমবার ছাত্র সংসদ নির্বাচন হল এই বিশ্ববিদ্যালয়ে।

JNU Student Poll: ফের লালে লাল JNU, সহ-সভাপতি পদে জয়ী বাংলার অভিজিৎ
জেএনইউ-তে লাল ঝড়
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: ২০১৯-এর পর প্রথমবার ছাত্র সংসদ ভোট হল দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে। করোনা পরিস্থিতির পর এই প্রথমবার ভোট হল। আর এবারও ‘লালদূর্গ’ ধরে রাখল বামেরা। গত শুক্রবার হয় ভোটগ্রহণ। রবিবার সকাল থেকে চলে গণনা। শুরুর দিকে কয়েকটি আসনে এবিভিপি এগিয়ে থাকলেও রাতের মধ্যে ফলাফল স্পষ্ট হয়ে যায়। মূল চারটি আসনেই এগিয়ে যায় বামেরা। কার্যত চার-শূন্য-তে এবিভিপি-কে পিছনে ফেলে দেয় বামেরা। প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন বাম প্রার্থী ধনঞ্জয়। এবিভিপি-র উমেশ চন্দ্র আজমীরাকে পিছনে ফেলে দেন তিনি। অন্যদিকে, সহ সভাপতি পদে জয়ী হয়েছেন বাংলার ছেলে অভিজিৎ ঘোষ।

আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর বিরুদ্ধে ভোটে লড়েছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA), স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া (SFI), অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (AISF)। এছাড়াও লড়াইতে ছিল কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (NSUI), সমাজবাদী ছাত্র সংগঠন (SCS)।

ফল প্রকাশের পর দেখা যাচ্ছে, সভাপতি পদে বাম প্রার্থী ধনঞ্জয়ের প্রাপ্তি ২৫৯৮টি ভোট। এবিভিপির প্রার্থী উমেশ চন্দ্র আজমিরা পেয়েছেন ১৬৭৬টি ভোট। এছাড়া সহ-সভাপতি জয়ী হয়েছেন বাম ছাত্র মোর্চার প্রার্থী অভিজিৎ ঘোষ। তাঁর প্রাপ্তি ২৪০৯টি ভোট। ওই পদের লড়াইতে এবিভিপির দীপিকা শর্মা পেয়েছেন ১৪৮২টি ভোট। সাধারণ সম্পাদক পদে বাম সমর্থিত প্রার্থী প্রিয়ংশী আর্য জয়ী হয়েছেন ২৮৮৭টি ভোট পেয়ে। যুগ্ম সম্পাদক পদেও জয়ী হয়েছেন বাম প্রার্থী মহম্মদ সাজিদ। ২৫৭৪টি ভোট পেয়েছেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৭ সালের পর এই প্রথমবার ছাত্র সংসদের সভাপতি হলেন কোনও দলিত। ধনঞ্জয় নামে এই ছাত্র বিহারের গয়ার বাসিন্দা। তিনি জেএনইউ-এর কলা বিভাগের পিএইচডি-র ছাত্র।

Next Article