নয়া দিল্লি: জওহরলাল নেহরু ইউনিভার্সিটির (JNU) সঙ্গে এবার যুক্ত হবে একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মঙ্গলবারই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সর্বসম্মতভাবে এই মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেএনইউ অ্যাক্ট, ১৯৬৬ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী জেএনইউ-র সঙ্গে যুক্ত হবে একটি মেডিক্যাল কলেজ ও সঙ্গে থাকবে হাসপাতাল।
আধুনিক চিকিৎসা পদ্ধতির সঙ্গে পুরনো ওষুধপত্রের সংযোগ স্থাপনই এই কলেজের পঠন-পাঠনের মূল উদ্দেশ্য হবে বলে জানানো হয়েছে। জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ভাইস চান্সেলর এম জগদীশ কুমার জানিয়েছেন, জেএনইউ অ্যাকাডেমিক কাউন্সিল সর্বসম্মতভাবে এই মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মেডিক্যাল কলেজের সঙ্গে থাকবে হাসপাতাল। সেখানে রাখা হবে সুপার স্পেশালিটি বিভাগ সহ অন্যান্য বিভাগ।’
সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ওই মেডিক্যাল কলেজে পিএইচডি, এমডি, এমএস, এমবিবিএস ডিগ্রির পড়াশোনা করানো হবে। আধুনিক ওষুধপত্রের সঙ্গে সাবেক চিকিৎসা পদ্ধতিকে মেলানো হবে। সেই সঙ্গে মানবিকতা ও সমাজবিদ্যার পাঠও দেওয়া হবে।’ আরও উল্লেখ করা হয়েছে যে, জেএনইউ -তে আগে থেকেই বায়োমেডিক্যাল সংক্রান্ত গবেষণার সুযোগ রয়েছে। এবার মেডিক্যাল কলেজ তৈরি হলে হাতে-কলমে গবেষণার ক্ষেত্রে আরও অগ্রগতি হবে।
দেশে একাধিক প্রতিষ্ঠান রয়েছে যেখানে অন্যান্য বিষয়ের পাশাপাশি মেডিক্যাল পড়ানো হয়, যেমন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। খড়গপুর আইআইটি-তেও একটি মেডিক্যাল কলেজ রয়েছে। তবে জেএনইউ কবে থেকে এই মেডিক্যাল কলেজ চালু করবে, সেই বিষয়ে কোনও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। কত টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রজেক্টে সেই তথ্যও আসেনি এখনও।
অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এই বিষয়ে আলোচনা হয়েছে। তবে সেই বৈঠকে ছাত্র সংসদের প্রতিনিধি হিসেবে কেউ ছিল না বলে জানিয়েছেন ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। তবে এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে সংসদ। পাশাপাশি সংসদের দাবি, কলেজ যেন চলতি ফি স্ট্রাকচার অনুযায়ী পাবলিক ফান্ডেড হয়। আরও পড়ুন: ছাত্রীকে বাইরে বার করে পোশাক পাল্টাতেন গৃহশিক্ষিকা, আলমারি খুলে হাঁ সেনানীর পরিবার!