নয়া দিল্লি: কে বলেছে চাকরির বাজারে মন্দা? ইঞ্জিনিয়ারিং পড়ে নাকি আজকাল চাকরি মিলছে না। কিন্তু তথ্য বলছে অন্য কথা। বিভিন্ন স্টার্টআপ ও ই-কমার্স সংস্থাগুলি খুঁজছে নবাগতদের। দারুণ প্যাকেজ নিয়ে তারা চাকরির অফার নিয়ে যাচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে।
জানা গিয়েছে, জ্যোমাটো, ফ্লিপকার্ট, ওলা, মিশো, গেমসক্রাফ্ট, হাইল্যাবস, রুমবর, মিন্ত্রা, ফোনপে, কুইকসেল, ইন্ডাস ইনসাইট, গ্রো, উইনজো, কারস২৪, ব্যাটাকি স্মার্ট, নোব্রোকারের মতো সংস্থাগুলি বিভিন্ন আইআইটি, ইঞ্জিনিয়ারিং কলেজে যাচ্ছে নবাগতদের জন্য চাকরির অফার নিয়ে।
সফটওয়ার ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, প্রোডাক্ট অ্যানালিটিক্স, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিংয়ে চাকরির সুযোগ সবথেকে বেশি। বেতনও শুরু ৮ থেকে ১২ লাখ টাকার মধ্যে। ১ কোটি টাকার প্যাকেজ পর্যন্ত অফার করা হচ্ছে বিশেষ ক্ষেত্রে।
জানা গিয়েছে, কুইকসেল, ইন্ডাস ইনসাইটের মতো সংস্থা ১৬ থেকে ১৮ লাখ টাকার প্যাকেজ অফার করছে। কারস২৪ ২৬ লাখ টাকার প্যাকেজ, মিন্ত্রা ৩০ লাখ টাকার প্যাকেজ, ফোনপে ৩৪ লাখ টাকা, মিশো ৩৫ থেকে ৫০ লক্ষ টাকার প্যাকেজ অফার করছে নবাগত চাকরিপ্রার্থীদের।