হরিদ্বার: করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মাঝে কুম্ভমেলার আয়োজন নিয়ে নানা সমালোচনার ঝড় উঠলেও নিরুত্তর ছিলেন সাধু-সন্ত থেকে প্রশাসন। তবে শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফোনেই কাজ হল ম্যাজিকের মতো। কুম্ভ মেলা থেকে পাততাড়ি গোটানোর সিদ্ধান্ত ঘোষণা করল জুনা আখড়া। এ দিন সকালেই বৃহত্তম আখড়ার প্রধান স্বামী অভদেশ্যানন্দ গিরির সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী।
চলতি বছরের ১ এপ্রিল থেকে উত্তরাখণ্ডের হরিদ্বারে শুরু হয়েছে কুম্ভ মেলা। করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই মেলার মেয়াদ চার মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছিল। তবে সাধু সন্ন্যাসী সহ লক্ষাধিক পুণার্থীদের ভিড়ে হর কি পৌরি ঘাটে তিল ধারণের জায়গা নেই। শাহি স্নান করতে আসা ব্যক্তিদের কারোর মুখেই মাস্ক নেই। এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। দুদিনেই আক্রান্ত হন হাজারেরও বেশি মানুষ। তবে জেলা প্রশাসনের তরফে সাফ জানানো হয়েছিল যে মেলা বাতিল বা মাঝপথে বন্ধ করার কোনও পরিকল্পনা নেই।
এ দিকে, সম্প্রতিই অখিল ভারতীয় অখণ্ড পরিষদের সভাপতি নরেন্দ্র গিরি করোনা আক্রান্ত হন। বর্তমানে তিনি ঋষিকেশের এইমস-এ চিকিৎসাধীন রয়েছেন। মধ্য প্রদেশের মহা নির্বানী আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী কপিল দেবও গত ১৩ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মারা যান। বৃহস্পতিবার নিরঞ্জনী আখড়া ও তপোনিধি শ্রী আনন্দ আখড়ার তরফে জানানো হয়, তাঁদের একাধিক সদস্য ও ভক্তদের মধ্যে করোনার উপসর্গ দেখা দেওয়ায় তাঁরা এখানেই পুণ্যস্নান যাত্রায় ইতি টানছেন।
এ দিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে জুনা আখড়ার প্রধান স্বামী অভদেশ্যানন্দ গিরির সঙ্গে কথা বলেন। সন্তদের স্বাস্থ্য সম্পর্কে জানতে চান। এরপরই তিনি বাড়তি করোনা সংক্রমণের কথা বিবেচনা করে প্রতীকী শাহি স্নান করার আবেদন জানান।
मैंने प्रार्थना की है कि दो शाही स्नान हो चुके हैं और अब कुंभ को कोरोना के संकट के चलते प्रतीकात्मक ही रखा जाए। इससे इस संकट से लड़ाई को एक ताकत मिलेगी। @AvdheshanandG
— Narendra Modi (@narendramodi) April 17, 2021
প্রধানমন্ত্রীর সঙ্গে বার্তালাপের পরই আজ বিকেলে জুনা আখড়ার তরফে জানানো হয় যে তাঁরা নির্ধারিত সময়ের আগেই কুম্ভমেলা শেষ করছে। আখড়ার প্রধান টুইট করে বলেন, “দেশের সাধারণ মানুষের সুরক্ষাই আমাদের প্রধান লক্ষ্য। বর্তমান করোনা পরিস্থিতির দিকে নজর রেখে আমরা সমস্ত ভগবানের বিসর্জন দিয়েছি। জুনা আখড়ার কাছে কুম্ভ মেলা শেষ।”
भारत की जनता व उसकी जीवन रक्षा हमारी पहली प्राथमिकता है। #कोरोना महामारी के बढ़ते प्रकोप को देखते हुए हमने विधिवत कुम्भ के आवाहित समस्त देवताओं का विसर्जन कर दिया है। #जूनाअखाड़ा की ओर से यह कुम्भ का विधिवत विसर्जन-समापन है।@narendramodi @AmitShah@ANI @z_achryan @TIRATHSRAWAT pic.twitter.com/rOUaqL1egU
— Swami Avdheshanand (@AvdheshanandG) April 17, 2021
পরে একটি ভিডিয়ো বার্তায় তিনি বাকি আখড়ার সদস্যদের কাছেও প্রধানমন্ত্রীর আর্জি মেনে বাকি দুটি শাহি স্নানে প্রতীকী অংশগ্রহণের আবেদন জানান।
আরও পড়ুন: করোনার কামড়ে পরীক্ষা বাতিল না হলেও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত ত্রিপুরা সরকারের