নয়াদিল্লি: গুজরাট হাইকোর্টের বিচারপতি যিনি রাহুল গান্ধীর মোদী পদবি মামলায় সাজা মকুবের আবেদন খারিজ করেছিলেন, সুপ্রিম কোর্টের বদলির তালিকায় রয়েছে তাঁর নাম। সুপ্রিম কোর্টে যে ২৩ জন বিচারপতির বদলির প্রস্তাব দিয়েছে তাতেই রয়েছে ওই বিচারপতির নাম। গুজরাট হাইকোর্টের ওই বিচারপতির নাম হেমন্ত এম প্রচ্ছক। মোদী পদবি নিয়ে মন্তব্যের জন্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ২ বছরের সাজা দেয় গুজরাটের নিম্ন আদালত। সেই রায়ের বিরুদ্ধে গুজরাট হাইকোর্টে আবেদন করেন রাহুল গান্ধী। ১২৩ পাতার রায়ে বিচারপতি প্রচ্ছক রাহুলের আবেদন খারিজ করে দেন জুলাই মাসে। যদিও পরে ওই সাজায় স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের কলেজিয়াম ‘বেটার অ্যাডমিনিস্ট্রেশন অব জাস্টিস’-এর জন্য এই বদলির প্রস্তাব করেছে। তাতেই রয়েছে বিচারপতি প্রচ্ছকের নাম।
বিচারপতি প্রচ্ছক নিজের কর্মজীবন শুরু করেন গুজরাট হাইকোর্টের আইনজীবী হিসাবে। গুজরাট সরকারের আইনজীবী হিসাবেও কাজ করেছেন তিনি। ২০০২ সালের গোধরা দাঙ্গায় অভিযুক্ত বিজেপির মন্ত্রী মায়া কোদনানির হয়ে আদালতে লড়েছিলেন তিনি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর কেন্দ্র সরকারের স্ট্যান্ডিং কাউন্সিলে মনোনীত হয়েছিল বিচারপতি প্রচ্ছক। ২০১৯ সাল পর্যন্ত সেই পদে ছিলেন তিনি। ২০২১ সালে তিনি গুজরাট হাইকোর্টের বিচারপতি হন।
বিচারপতি প্রচ্ছক ছাড়াও সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি সমীর ডাভেকে বদলি করার প্রস্তাব দিয়েছে। নাবালিকা ধর্ষিতার গর্ভপাতের অনুমতি সংক্রান্ত এক মামলায় ‘মনুসংহিতা’র প্রসঙ্গ বলে বিতর্কের মুখে পড়েছিলেন।