‘ওয়ান্টেড’ অপরাধীকে পালাতে ‘মদত’ বিজেপি নেতার, মামলা দায়ের করল পুলিশ

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 03, 2021 | 9:30 AM

ভিডিয়োয় দেখা যায়, মনোজকে গাড়িতে তুললেও উপস্থিত লোকজন গাড়ি ঘিরে দাঁড়িয়ে রয়েছে। এরপরই দেখা যায়, মনোজকে পুলিশের গাড়ি থেকে পালানোর জন্য সাহায্য করতে চারিদিকে ছোটাছুটি করছে। পুলিশ তাঁদের সরাতে গেলেই সেই ফাঁকে পালিয়ে যায় অভিযুক্ত।

ওয়ান্টেড অপরাধীকে পালাতে মদত বিজেপি নেতার, মামলা দায়ের করল পুলিশ
পুলিশের গাড়ি ঘিরে রেখেছে সাধারণ জনতা।

Follow Us

কানপুর: বহু কষ্টে গ্রেফতার করা হয়েছিল এক “ওয়ান্টেড” অপরাধীকে। কিন্তু বিজেপি নেতার মদতেই পালিয়ে গিয়েছে সেই অপরাধী, এই মর্মে এফআইআর দায়ের করল কানপুর পুলিশ।

ঘটনার সূত্রপাত হয় বুধবার দুপুরে। গোপন সূত্রে কানপুর পুলিশ খবর পায় যে দীর্ঘদিন ধরে গায়েব থাকা অপরাধী মনোজ সিংকে নৈবাস্তায় দেখা গিয়েছে। সঙ্গে সঙ্গে বেশ কিছু পুলিশকর্মী সাদা পোশাকে ও বাকিরা উর্দি পড়েই এলাকায় উপস্থিত হন। সেখানে একটি গেস্ট হাউসের নীচে পানের দোকান থেকে গ্রেফতার করা হয় মনোজকে। জানা গিয়েছে, তাঁর নামে খুন, ধর্ষণ, তোলাবাজি সহ প্রায় ১২টিরও বেশি মামলা দায়ের রয়েছে।

গ্রেফতারির পর তাঁকে ভ্যানে তুলতে গেলেই গোলযোগ শুরু হয়। যে গেস্ট হাউসের নীচ থেকে মনোজকে গ্রেফতার করা হয়, সেখানেই বিজেপি নেতা নারায়ণ সিং ভাদুড়িয়ার পরিবারের এক সদস্যের জন্মদিনের পার্টি চলছিল। পুলিশের দাবি, ওই পার্টিতেই এসেছিলেন মনোজ।

মোবাইলে রেকর্ড করা ভিডিয়োয় দেখা যায়, পুলিশ টেনে হিচড়ে মনোজকে গাড়িতে তুলছে। প্রায় ১০০-রও বেশি মানুষ পুলিশের সঙ্গে তর্ক ও ধাক্কাধাক্কি করছে। আরেকটি ভিডিয়োয় দেখা যায়, মনোজকে গাড়িতে তুললেও উপস্থিত লোকজন গাড়ি ঘিরে দাঁড়িয়ে রয়েছে। এরপরই দেখা যায়, মনোজকে পুলিশের গাড়ি থেকে পালানোর জন্য সাহায্য করতে চারিদিকে ছোটাছুটি করছে। পুলিশ তাঁদের সরাতে গেলেই সেই ফাঁকে পালিয়ে যায় অভিযুক্ত।

ভিডিয়োয় বিজেপি নেতাকেও ভিড়ের মধ্যে উপস্থিত থাকতে দেখেই গতকাল রাতে তাঁর নামও এফআইআরে যোগ করা হয়। নারায়ণ সিং ভাদুড়িয়ার নামে এফআইআর দায়েরের বিষয়টি নিশ্চিত করেন কানপুরের পুলিশ কমিশনার অসীম অরুণ।

আরও পড়ুন: অনিশ্চিত আগামী বিধানসভা নির্বাচনে জয়, দলীয় কোন্দল মেটাতে দলীয় নেত্রীর মুখোমুখি হবেন অমরিন্দর

Next Article