Attempt to Suicide: প্রেমিকা ফোন নম্বর ব্লক করে দিয়েছে, ২৬০ কিমি পেরিয়ে তরুণীর কলেজে গিয়ে গায়ে পেট্রোল ঢালল রোমিও

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 23, 2023 | 8:37 PM

Uttar Pradesh: প্রেমিকা ফোন নম্বর ব্লক করে দিতেই ২৬০ কিলোমিটারেরও বেশি রাস্তা পেরিয়ে, কানপুর থেকে বেরিলিতে প্রেমিকার কলেজে গিয়ে গায়ে পেট্রোল ঢাললেন রোমিও। যদিও একাজ করে প্রেমিকার মন ফিরে পাওয়া দূরস্ত, গরাদের পিছনে ঠাঁই হয়েছে তাঁর।

Attempt to Suicide: প্রেমিকা ফোন নম্বর ব্লক করে দিয়েছে, ২৬০ কিমি পেরিয়ে তরুণীর কলেজে গিয়ে গায়ে পেট্রোল ঢালল রোমিও
প্রেমিকার কলেজে গিয়ে আত্মহত্যার চেষ্টা করে ধৃত যুবক।

Follow Us

বেরিলি: নবম শ্রেণি থেকে প্রেমের সম্পর্ক। আজ প্রেমিকা কলেজ পড়ুয়া। একসঙ্গে কলেজে পড়েন না তো কী হয়েছে! একদিনের ঝগড়ায় হঠাৎ করে সব ওলট-পালট হয়ে যাবে! এটা মেনে নিতে পারেননি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরের যুবক যোগেশ। তাই প্রেমিকা ফোন নম্বর ব্লক করে দিতেই ২৬০ কিলোমিটারেরও বেশি রাস্তা পেরিয়ে, কানপুর থেকে বেরিলিতে প্রেমিকার কলেজে গিয়ে গায়ে পেট্রোল ঢাললেন রোমিও। যদিও একাজ করে প্রেমিকার মন ফিরে পাওয়া দূরস্ত, গরাদের পিছনে ঠাঁই হয়েছে তাঁর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেরিলির ফরিদপুর কলেজ চত্বরে।

পুলিশ জানায়, ধৃতের নাম যোগেশ। উত্তর প্রদেশের কানপুরের বাসিন্দা যোগেশের প্রেমিকা বেরিলির ফরিদপুর কলেজের ফার্মাসি বিভাগের ছাত্রী। তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরেই যোগেশ ওই কলেজে গিয়ে ৪ তলার ছাদে উঠে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। তাঁকে গ্রেফতার করা হয়েছে।

ঠিক কী ঘটেছিল?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কানপুরের বাসিন্দা যোগেশের সঙ্গে ওই এলাকারই এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। নবম শ্রেণি থেকেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। দ্বাদশ শ্রেণি পাশ করার পর যোগেশ পরিবারের ডেয়ারি ব্যবসায় যোগদান করেন। আর তাঁর প্রেমিকা বেরিলির ফরিদপুর কলেজে ভর্তি হন। গত মঙ্গলবার তাঁদের মধ্যে ফোনে তুমুল ঝগড়া হয়। তার জেরে যোগেশের ফোন নম্বর ব্লক করে দেন তরুণী। তখনই ওই যুবক প্রেমিকার সঙ্গে দেখা করতে ফরিদপুর কলেজে আসেন এবং আত্মহত্যা করার হুমকি দেন।

কেবল মৌখিক হুমকি নয়, যোগেশ একেবারে কলেজের ৪ তলার ছাদে উঠে নিজের গায়ে পেট্রোল ঢালেন। যদিও আগুন জ্বালানোর আগেই কলেজের অন্য ছাত্ররা যোগেশকে পাকড়াও করে এবং গণপিটুনি দেন। তারপর তাঁরাই পুলিশে খবর দেন এবং যোগেশকে পুলিশের হাতে তুলে দেন।

Next Article