Inhuman Act: ভিডিয়ো: মৃত সহকর্মীর দেহ রাস্তার ধারে ফেলে পালালেন দুই সব্জি বিক্রেতা

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Feb 18, 2023 | 5:09 PM

সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Inhuman Act: ভিডিয়ো: মৃত সহকর্মীর দেহ রাস্তার ধারে ফেলে পালালেন দুই সব্জি বিক্রেতা
পিক আপ ভ্যান থেকে নামানো হচ্ছে দেহ

Follow Us

উদুপি: চূড়ান্ত অমানবিক ঘটনার সাক্ষী থাকল কর্নাটকের উদুপি। অসুস্থ হয়ে পড়া ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার নামে রাস্তায় ফেলে পালিয়ে গেলেন তাঁরই সহকর্মীরা। সেই গোটা ঘটনা ধরা পড়েছে রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই অমানবিকতার ছবি দেখে অবাক নেটিজেনরা। রাস্তার ধারে দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশকে। পুলিশ এসে রাস্তার ধার থেকে উদ্ধার করে সেই দেহ। দেহের ময়না তদন্ত করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে কর্নাটকের উদুপির কেম্মানু গ্রাম পঞ্চায়েতে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, নীল রঙের একটি ভ্যান গাড়ি এসে দাঁড়ালো রাস্তায়। শুনশান রাস্তার এক ধারে রয়েছে গাছ ও ঝোঁপ। সেখানেই দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে এল দুজন। তার পর পিক আপ ভ্যানের পিছন থেকে পা ধরে টেনে নামালেন এক ব্যক্তিকে। সেই দেহ রাস্তার পাশে ফেলে দিলেন। তার পর আশপাশ দেখলেন ভাল করে। এর পর এক জন পিক আপ ভ্যানের চালকের আসনে উঠলেন। অপর জন পিছনে। পিছনে ওঠা ব্যক্তি ফের নেমে পড়লেন। তার পর ঘুরিয়ে নেওয়া হল ওই পিক আপ ভ্যান। ২ জন তাতে করে পালিয়ে গেলেন সেখান থেকে। রাস্তার ধারে পড়ে রইল দেহ।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুই ব্যক্তি পেশায় সব্জি বিক্রেতা। মৃত ব্যক্তিও সব্জি বিক্রেতা। এক সঙ্গেই কাজ করেন তাঁরা। মৃত সব্জি বিক্রেতার বাড়ি হানাগান জেলায়। জানা গিয়েছে, মৃত সব্জি বিক্রেতা অসুস্থ হয়ে পড়েছিলেন। এর পর তাঁকে পিক আপ ভ্যানের পিছনে শুইয়ে দেওয়া হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত দুই সব্জি বিক্রেতা। পথে অসুস্থ ব্যক্তির থেকে সাড়া শব্দ না পেয়ে তাঁরা বুঝতে পারেন তিনি মারা গিয়েছেন। এর পরই তাঁকে ফেলে পালিয়ে যান।

Next Article