বেঙ্গালুরু: ভিড়ের মধ্যে নেতাকে সুরক্ষার ঘেরাটোপেই নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে এক দলীয় কর্মী আন্তরিকতা প্রকাশ করতেই নেতার পিঠে হাত রেখেছিলেন, সঙ্গে সঙ্গে কপালে জুটল চর। কর্নাটকের কংগ্রেস প্রেসিডেন্ট ডিকে শিবকুমারের বিরুদ্ধে এক দলীয় কর্মীকে চড় মারার অভিযোগ উঠতেই সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। টুইটে আক্রমণ করেছে বিজেপিও।
শুক্রবার প্রাক্তন মন্ত্রী তথা সাংসদ জি গৌড়ার সঙ্গে দেখা করতে ও তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে যান কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যায়, ভিড়ের মধ্যে এক দলীয় কর্মী ডিকে শিবকুমারের পিঠে হাত রাখতেই তিনি তাঁকে চড় মারেন। তাঁকে বলতে শোনা যায়, “আপনার দায়িত্ববান হওয়া উচিত।” এরপরই তিনি ক্যামেরাম্যানদের ওই ফুটেজ ডিলিট করে দিতে বলেন তিনি।
পরে সাংবাদিকরা চড় মারার প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, “যদি আপনার গায়ে কেউ হাত দেয় তো কী বলবেন? সাধারণ মানুষ কী বলবে? উনি দলীয় কর্মী বলে আমি এই ধরনের কাজ করতে দিয়ে পারি কি? তখন অন্যরা দেখে কী বলবে?”
যদিও ভিডিয়োটি ভাইরাল হতেই বিজেপি জাতীয় সাধারণ সম্পাদক সিটি রবি ওই ভিডিয়োটি পোস্ট করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করেন যে তিনি শিবকুমারকে হিংসা ছড়ানোর ছাড়পত্র দিয়েছেন নাকি?
Karnataka CONgress President @DKShivakumar SLAPS his party worker in full public view.
If this is how the "former shishya" of Kotwal Ramachandra treats his party worker, one can imagine what he would do with Others.
Have you given DKS the "licence for violence", @RahulGandhi? pic.twitter.com/JuuSBsALwG
— C T Ravi ?? ಸಿ ಟಿ ರವಿ (@CTRavi_BJP) July 10, 2021
সিটি রবি টুইটে লেখেন, “কর্নাটকের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার জনসমক্ষেই দলীয়কর্মীকে চড় মারছেন। কোটওয়াল রামচন্দ্রের প্রাক্তন শিষ্য যদি দলীয় কর্মীদের সঙ্গে এইধরনের ব্যবহার করেন, তবে বাকিদের সঙ্গে কী করতে পারে, ভাবুন। রাহুল গান্ধী, আপনি কি ওনাকে হিংসা ছড়ানোর জন্য লাইসেন্স দিয়েছেন?” আরও পড়ুন: ব্লক পঞ্চায়েতে দলের বৈতরণী পার করার সমস্ত কৃতিত্ব যোগীরই, প্রশংসা মোদী-শাহের
শিবকুমারের চড় মারার ভিডিয়ো ভাইকরাল হতেই একটি পুরনো ভিডিয়োও সামনে আসে, যেখানে দেখা যায়, এক যুবক তাঁর সঙ্গে নিজস্বী তুলছিল বলে তিনি তাঁকে মারছেন। বিজেপির তরফে বলা হয়, “যদি আপনি আন্ডারওয়ার্ল্ডের ডনের মতোই ব্যবহার করেন, তবে সাধারণ জীবনযাপন ছেড়ে দিন।”