ব্লক পঞ্চায়েতে দলের বৈতরণী পার করার সমস্ত কৃতিত্ব যোগীরই, প্রশংসা মোদী-শাহের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 11, 2021 | 8:07 AM

PM Narendra Modi and Home Miniter Amit Shah Praises UP CM Yogi Adityanath: যোগী আদিত্যনাথের দূরদর্শিতা ও জনকল্যাণ নীতির কারণেই এই জয়লাভ সম্ভব হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।

ব্লক পঞ্চায়েতে দলের বৈতরণী পার করার সমস্ত কৃতিত্ব যোগীরই, প্রশংসা মোদী-শাহের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) নেতৃত্বে তৈরি নতুন ভারতে নতুনভাবে উত্তর প্রদেশের উদ্ভব হয়েছে বলেই মনে করেন যোগী আদিত্যনাথ, ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: বিধানসভা নির্বাচনের আগেই একের পর এক স্থানীয় নির্বাচনে দারুণ ফল করছে বিজেপি (BJP)। নির্বাচনে দলের ভাল ফলের গোটা কৃতিত্বটাই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)কেই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

শনিবার ছিল উত্তর প্রদেশে ব্লক পঞ্চায়েত প্রধান নির্বাচন (Block Panchayat Election)। ৪৭৬ টি ব্লকের ব্লক পঞ্চায়েতের চেয়ারম্যান নির্বাচনে ৩৪৯ টি ব্লকেই কোনও প্রতিদ্বন্দ্বী ছিল না। এর মধ্যে ৩৩৪ টি ব্লকে জয়লাভ করেছে গেরুয়াশিবির। রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেন, “উত্তর প্রদেশের ব্লক প্রমুখ নির্বাচনে বিজেপি দারুণ ফল করেছে। এই জয়ের পিছনে প্রধান কাণ্ডারী হলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর নীতির কারণেই এই জয়লাভ সম্ভব হয়েছে। সমস্ত দলীয় কর্মীরা এই জয়ের জন্য প্রশংসার ভাগীদার।”

এরপরই শুভেচ্ছা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনিও টুইট করে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। অমিত শাহ টুইটে লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে যোগী সরকারের জনকল্যাণ নীতিগুলির উপর সাধারণ মানুষের আস্থাই এই জয়ের কারণ। অনেক অভিনন্দন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, স্বতন্ত্র দেব ও দলের সমস্ত পরিশ্রমী কর্মীদের।”

করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন গঙ্গায় মৃতদেহ ভেসে আসা নিয়ে বিতর্কের ঝড় উঠতেই কেন্দ্রীয় শীর্ষ নেতাদের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগা আদিত্যনাথের। তবে আগামী বছরই নির্বাচনের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিক বৈঠকে সেই দূরত্ব মিটিয়ে নেওয়া হয়. দলের তরফেও জানানো হয়, আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন যোগী আদিত্যনাথই। বিধানসভা নির্বাচনের বৈচরণী পারের আগেই স্থানীয় নির্বাচনগুলিতে একের পর এক জয়ে ফের একবার নিজের সংগঠন, গ্রহণযোগ্যতা ও কর্মদক্ষতারই প্রমাণ দিলেন যোগী আদিত্যনাথ। আরও পড়ুন: সিধুর টুইটবাণে নেই মুখ্যমন্ত্রী অমরিন্দরের নাম! সনিয়ার ‘বিশেষ বার্তা’ই কি গলিয়ে দিল বরফ? 

Next Article