রক্ষকই ভক্ষক! অভিযোগ শোনার নামে মহিলা যৌন হেনস্থা DSP-র, ভিডিয়ো ভাইরাল

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 04, 2025 | 12:02 PM

Physical Assault: গোটা ঘটনাই নজরে আসে এক ব্যক্তির। তিনি জানালা দিয়ে পুলিশ কর্তার অভব্য আচরণ রেকর্ড করেন এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। সঙ্গে সঙ্গেই ভাইরাল হয় ভিডিয়ো। 

রক্ষকই ভক্ষক! অভিযোগ শোনার নামে মহিলা যৌন হেনস্থা DSP-র, ভিডিয়ো ভাইরাল
প্রতীকী চিত্র।

Follow Us

বেঙ্গালুরু: রক্ষকই যখন ভক্ষক। পুলিশে অভিযোগ জানাতে গিয়ে শীর্ষকর্তার হাতেই যৌন নিগ্রহের শিকার হলেন এক মহিলা। ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই পুলিশ আধিকারিককে।

ঘটনাটি ঘটেছে কর্নাটকের মাধুগিরিতে। অভিযুক্ত পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট।  জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিবাদ নিয়ে তুমকুরুর অফিসে অভিযোগ জানাতে গিয়েছিলেন এক মহিলা। ডেপুটি সুপার তাঁকে একটি ঘরে ডাকেন। সেখানে ওই মহিলার অভিযোগ শোনার বদলে অভব্য কথাবার্তা বলেন তিনি। এমনকী, অশ্লীলভাবে মহিলার গায়েও হাত দেন।

গোটা ঘটনাই নজরে আসে এক ব্যক্তির। তিনি জানালা দিয়ে পুলিশ কর্তার অভব্য আচরণ রেকর্ড করেন এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। সঙ্গে সঙ্গেই ভাইরাল হয় ভিডিয়ো।  এরপরই ওই আধিকারিককে কাজ থেকে বরখাস্ত করা হয় এবং ভিডিয়ো প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়। ওই আধিকারিকের বিরুদ্ধে ভারতীয় ন্যয় সংহিতার ৬৮, ৭৫ (যৌন হেনস্থা), ৭৮ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Next Article