বেঙ্গালুরু: কলেজ ও স্কুলে হিজাব পরা নিয়ে গত বছরের প্রথম দিকে কর্নাটক দিয়ে বিতর্কের হাওয়া বয়ে গিয়েছে। তারপর অনেক জল গড়িয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টেও উঠেছে এই হিজাব মামলা। সুপ্রিম কোর্টও এই বিষয়ে কোনও একক সিদ্ধান্তে আসতে পারেনি। এই আবহেই ৯ মার্চ থেকে শুরু হচ্ছে প্রাক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। এর মধ্যে কর্নাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ জানালেন, হিজাব পরিহিত প্রার্থীদের এই পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
নাগেশ বলেছেন, “গত বছরের মতো এবারও শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে পরীক্ষা দিতে হবে। হিজাব পরিহিত শিক্ষার্থীদের পরীক্ষা দিতে দেওয়া হবে না। নিয়ম মেনে চলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী কাজ করছে।” তিনি এ দিন আরও জানিয়েছেন, হিজাব নিষিদ্ধ হওয়ার পর মুসলিম পরীক্ষার্থীদের সংখ্যা বেড়েছে। তাঁর দাবি, “হিজাব নিষিদ্ধ হওয়ার পরে আরও বেশি মুসলিম বোন পরীক্ষায় অংশ নিয়েছিল এবং এখন আরও বেশি মুসলিম মেয়ে শিক্ষার্থী ভর্তি হয়েছে। আমাদের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, হিজাব সমস্যার পরে পরীক্ষায় অংশ নেওয়া মুসলিম বোনদের সংখ্যা এবং তাঁদের তালিকাভুক্তির অনুপাত বেড়েছে।”
এদিকে গত শুক্রবার কর্নাটকের সরকারি প্রতিষ্ঠানগুলোতে হিজাব পরে পরীক্ষায় বসার অনুমতি দেওয়ার আবেদন অবিলম্বে তালিকাভুক্ত করার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, সম্প্রতি এক আইনজীবী সুপ্রিম কোর্টে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন। তিনি উল্লেখ করেছিলেন ৯ মার্চ থেকে পরীক্ষা শুরু হবে। এই মামলার দ্রুত শুনানি না হলে অনেক পরীক্ষার্থী যাঁরা হিজাব না পরে পরীক্ষায় বসতে অপ্রস্তুত তাঁদের এক বছর নষ্ট হবে। তাঁর আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছিলেন তিনি এই আবেদনের ভিত্তিতে শুনানির জন্য একটি বেঞ্চ গঠন করবেন। তবে হোলির জন্য ৬ মার্চই বন্ধ হয়ে যাচ্ছে আদালত। আবার ১৩ মার্চ শুরু হবে সুপ্রিম কোর্টের কার্যক্রম। প্রসঙ্গত, গত বছর শিক্ষার্থীদের হিজাব পরে কলেজে ঢুকে বাধা দেওয়া হয়। তারপর ৮ জন মুসলিম ছাত্র কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হন। ২০২২ সালের ১৫ মার্চ কর্নাটক হাইকোর্ট রায় দেয় যে ধর্ম অনুশীলনের জন্য অপরিহার্য নয় হিজাব।