বেঙ্গালুরু: ভারতে গত কয়েক মাস ধরেই চলছে জি২০ সম্মেলন। দেশের বিভিন্ন রাজ্যে জি২০ সম্মেলনের বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের অগস্ট অবধি কর্নাটকে জি২০ সম্মেলনের ১৪টি বৈঠকের আয়োজন হয়েছে। এর মধ্যে ৮টি বৈঠক হয়েছে। ৬টি বৈঠক আগামী দিনে অনুষ্ঠিত হবে। জি২০ সম্মেলন ঘিরে সেজে উঠেছে কর্নাটকের বিভিন্ন শহর। জি২০ গোষ্ঠীর অন্তর্ভুক্ত দেশের প্রতিনিধিদের কর্নাটকে স্বাগত জানায় হাতি। এ ছাড়াও বাস, ট্রেনে সাঁটানো হয়েছে জি২০ সংক্রান্ত পোস্টার। সোশ্যাল মিডিয়াতেও এর প্রচার চলেছে।
কর্নাটকে জি২০ সম্মেলনের প্রথম বৈঠক হয় ১৩ থেকে ১৫ ডিসেম্বর। বেঙ্গালুরুতে আয়োজিত সেই বৈঠকে উপস্থিত ছিলেন ২০০ জন অতিথি। প্রথম ফিনান্স ও সেন্ট্রাল ব্যাঙ্ক ডেপুটি বৈঠক ছিল সেটি। ১৬-১৭ ডিসেম্বরে প্রথম ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়। ৬ থেকে ৮ ফেব্রুয়ারি ইন্ডিয়া এনার্জি উইক বৈঠক হয়। প্রথম এনার্জি গ্রুপের বৈঠকও হয় ফেব্রুয়ারি মাসে। এনভায়রনমেন্ট ও ক্লাইমেট ওয়ার্কিং গ্রুপের বৈঠক বেঙ্গালুরুতে হয়েছিল ৯-১১ ফেব্রুয়ারি। এ ছাড়াও ফেব্রুয়ারি মাসে আরও ২টি বৈঠক হয়। মে মাসে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক হয় বেঙ্গালুরুতে।
জুলাই মাসে আরও দুটি জি২০ সম্মেলনের বৈঠক হবে কর্নাটকে। হাম্পিতে হবে সেই বৈঠক। এর পর অগস্ট মাসে আরও তিনটি বৈঠক হবে কর্নাটকে। তার মধ্যে একটি সম্মেলন হবে মহীশূরে। বাকি দুটি হবে বেঙ্গালুরুতে। জি২০ সম্মেলনে কর্নাটকের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়েছ। লোকসঙ্গীত, ভারতনাট্যম, ফ্যাশন শোয়ের মতো একাধিক অনুষ্ঠানের মাধ্যমে তা তুলে ধরা হয়েছে। পাশাপাশি সেখানকার বস্ত্রশিল্প, হস্তশিল্পের প্রদর্শনীর আয়োজনও করা হয়। এর পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের কর্নাটকের দর্শনীয় স্থানে ভ্রমণ করানোও হয়েছে।