AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cinema Ticket: প্রাণ খুলে যত ইচ্ছে সিনেমা দেখুন, টিকিটের দাম পড়বে মাত্র ২০০ টাকা! বড় সিদ্ধান্ত সরকারের

Cinema Ticket: এবার থেকে সিনেমার টিকিটের সর্বোচ্চ দাম হবে ২০০ টাকা। যে কোনও ভাষার সিনেমাই রিলিজ করুক না কেন, টিকিটের দাম একই রাখতে হবে।

Cinema Ticket: প্রাণ খুলে যত ইচ্ছে সিনেমা দেখুন, টিকিটের দাম পড়বে মাত্র ২০০ টাকা! বড় সিদ্ধান্ত সরকারের
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Jul 16, 2025 | 10:09 AM
Share

বেঙ্গালুরু: সিনেমা হলে গেলেই অনেক খরচা। হলে নতুন সিনেমা দেখতে যাওয়াই বন্ধ করে দিয়েছেন অনেকে। তবে এবার সিনেমার টিকিট নিয়ে আর চিন্তা রইল না। সরকারই নির্দিষ্ট করে দিল টিকিটের দাম। এবার থেকে সিনেমা হলগুলিকে ওই নির্দিষ্ট দামই নিতে হবে।

কর্নাটকের সিদ্দারামাইয়া সরকার খসড়া নির্দেশিকা প্রকাশ করেছে। কর্নাটক সিনেমা রেগুলেশন (সংশোধনী) ২০২৫ -এ বলা হয়েছে, রাজ্য জুড়ে সিনেমার টিকিটের মূল্য ধার্য করে দেওয়া হবে। মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সমস্ত থিয়েটারে সিনেমার টিকিটের দাম ধার্য করে দেওয়া হবে।

এবার থেকে সিনেমার টিকিটের সর্বোচ্চ দাম হবে ২০০ টাকা। যে কোনও ভাষার সিনেমাই রিলিজ করুক না কেন, টিকিটের দাম একই রাখতে হবে। ১৫ দিনের সময় রাখা হয়েছে জনগণের মতামত নেওয়ার জন্য। তাদের মতামত ও পরামর্শের পর এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

প্রসঙ্গত, চলতি বছরের রাজ্য বাজেটেও এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কন্নড় সিনেমা যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায়, তার জন্যই  এই সিদ্ধান্ত। তবে নিয়ম কার্যকর হলে, তা সমস্ত ভাষার সিনেমার ক্ষেত্রেই কার্যকর হবে। বিনোদন ট্যাক্স ধরেই সিনেমার টিকিটের দাম ২০০ টাকা করা হবে।

এর আগে ২০১৭ সালেও সিদ্দারামাইয়া ক্ষমতায় আসার পর এই নিয়ম চালু করেছিলেন। তবে সমালোচনা ও বিরোধিতার মুখে পড়ে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন।