এ যেন বলিউডের চিত্রনাট্য! সাদা পোশাকে ঘিরে ধরল পুলিশ, নিকেশ দুই কুখ্যাত জঙ্গি

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 24, 2021 | 9:39 AM

দীর্ঘদিন ধরেই চলছিল কার্যকলাপ। ১০ জন পুলিশ সাদা পোশাকে এই অভিযান চালায়।

এ যেন বলিউডের চিত্রনাট্য! সাদা পোশাকে ঘিরে ধরল পুলিশ, নিকেশ দুই কুখ্যাত জঙ্গি
ফাইল ছবি

Follow Us

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কুখ্যাত জঙ্গি আব্বাস শেখকে নিকেশ করল কাশ্মীর পুলিশ। সোমবার শ্রীনগরে ওই জঙ্গিকে খুঁজে বের করে একেবারে বলিউডি কায়দায় নিকেশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুধু আব্বাস শেখই নয়, আর আরও এক সহযোগীকেও নিকেশ করা সম্ভব হয়েছে। তাদের গুলি করে মেরেছে পুলিশ। দীর্ঘদিন ধরেই উপত্যকায় খোঁজ চলছিল আব্বাস শেখ নামে এই জঙ্গির। ১০ জন পুলিশ সাদা পোশাকে এই অভিযান চালায়। শ্রীনগরের আলুচি বাগ এলাকায় ঘিরে ফেলে আব্বাসকে।

আব্বাস শেখের যে সহযোগীর মৃত্যু হয়েছে তার নাম সাকিব মঞ্জুর। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায় পুলিশ। শ্রীনগরের ওই এলাকায় যে আব্বাস শেখ ও সাকিব মঞ্জুর ঘোরাফেরা করছিল, সেই খবর আগেই পেয়েছিল পুলিশ। এরপরই একেবারে সন্তর্পণে সেই অভিযান চালায় পুলিশ। ‌এই দুই জঙ্গি কিছু বুঝে ওঠার আগেই তাদের ঘিরে ফেলা হয়। জঙ্গিরা কোনও পাল্টা আক্রমণ করার সুযোগ পায়নি বলেও দাবি পুলিশের। ফলে কোনও ক্ষয়ক্ষতিও হয়নি এই অভিযানে। তার আগেই গুলি করে মেরে ফেলা হয় দুই জঙ্গিকে।

এই অভিযানকে বড়সড় সাফল্য বলে ব্যাখ্যা করেছে পুলিশ। কাশ্মীর পুলিশ জানিয়েছে আব্বাস শেখ ও মঞ্জুর নামে ওই দুই জঙ্গি দীর্ঘদিন ধরে দাপিয়ে বেড়াত ওই এলাকা। উপত্যকা জুড়ে চলত তাদের কাজকর্ম। কাশ্মীরে বহু মানুষের মৃত্যু হয়েছে তাদের হাতে। শুধু তাই নয়, এলাকার অনেক যুবককে লস্করের সদস্য হওয়ার জন্য মগজধোলাইও করত তারা। প্রথমে হিজবুল মুজহিদীনের হয়ে কাজ করত আব্বাস শেখ। পরে সে নাম লেখায় লস্করে। ৪৬ বছর বয়সি এই জঙ্গি বহুদিন ধরে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ চালালেও কোনোভাবেই নাগালের মধ্যে আসছিল না। স্নাতকোত্তর পাশ করা মঞ্জুরও নাম লেখায় জঙ্গি দলে। কিছুদিনের মধ্যেই র‍্যাঙ্ক বেড়ে যায় তার। তার হাতেও অনেক মানুষের মৃত্যু হয়েছে উপত্যকায়।

পরপর কয়েকদিনে বেশ কয়েকটি এনকাউন্টারের ঘটনা ঘটেছে কাশ্মীরে। গুলির শব্দেই কার্যত মাঝেমধ্যেই ঘুম ভাঙে উপত্যকার। গত শনিবার সকালেও এনকাউন্টার  অভিযান শুরু হয় জম্মু-কাশ্মীরের পুলওয়ামায়। পরে কাশ্মীরের ত্রাল এলাকায় চলা ওই এনকাউন্টার অভিযানে তিন জঙ্গি-কে নিকেশ করা হয়েছে।

শুক্রবারও অবন্তীপোরায় শুরু হয় এনকাউন্টার। সেই অভিযানে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছিল। আটক করা হয় দুই জঙ্গিকে। পুলিশ সূত্রে খবর, ওই জঙ্গিরা হিজবুল মুজাহিদ্দিন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত। এরপরই খবর মেলে, ত্রাল এলাকায় লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। এরপরই তল্লাশি অভিযান শুরু হয়। আর এ বার খাস রাজধানীকে অভিযান চালিয়ে কুখ্যাত জঙ্গিকে নিকেশ করা হল। আরও পড়ুন:  সেপ্টেম্বরে দৈনিক আক্রান্ত ছুঁতে পারে ৪ থেকে ৫ লক্ষ! ভয়াবহ আশঙ্কা নীতি আয়োগের

Next Article