উত্তরাখন্ড: আগামী বছর উত্তরাখন্ডে(Uttarakhand) বিধানসভা ভোট। তার আগে বড় ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির(AAP) নেতা অরবিন্দ কেজরীবাল(Arvind Kejriwal)। বললেন,”উত্তরাখন্ডে দল ক্ষমতায় এলে বেকারদের দেওয়া হবে পাঁচ হাজার টাকা।”
অরবিন্দ ঘোষণা করেন,”দল ক্ষমতায় এলে প্রত্যেক বাড়িতে কর্মসংস্থান নিশ্চিত করবে আপ সরকার। পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বেকার যুবকদের। হর হর রোজগার যোজনার আওতায় কর্মসংস্থান নিশ্চিত করবে তাঁর দল।” পাশাপাশি তিনি বার্তা দিয়েছেন উত্তরাখন্ডে ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই এক লাখ সরকারি চাকরি দেওয়া হবে রাজ্যে।
ভোটের প্রচারের জন্য নৈনিতালে একদিনের সফরে গিয়েছেন অরবিন্দ। তিনি জানিয়েন,সেই রাজ্যে আপ ক্ষমতায় এলে চাকরিতে উত্তরখন্ডবাসীর জন্য ৯০ শতাংশ সংরক্ষণ করা হবে।”
ভোট প্রচারে গিয়ে এদিন মূলত তিনি কর্ম সংস্থানের উপরই জোর দেন। বলেন,”দিল্লির মতোই এই রাজ্যেও একটি অনলাইন জব পোর্টাল চালু করা হবে। এর মধ্যে দেওয়া থাকবে নানা তথ্য। কোন কোন চাকরি রয়েছে। কারা কারা চাকরি পেল সমস্ত তথ্যই দেওয়া থাকবে। ”
কেজরীবালের কথায়, কর্মসংস্থান ও অভিবাসন নিয়ে একটি মন্ত্রক গঠিত হবে। যে সকল ব্যক্তি উত্তরখন্ড থেকে চলে গিয়েছেন অথবা উত্তরাখন্ডের বাইরে আছেন নিজের রাজ্যে ফিরতে চাইছেন তাঁদেরকে ফিরিয়ে আনার জন্য পরিকল্পনাও করা হবে।
দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, ক্ষমতায় এলে উত্তরাখন্ডের ২১ বছরের দুর্দশা ২১ মাসে ঠিক করবে তারা। বিগত কয়েক মাসে ধরে উত্তরাখন্ডে বদল হয়েছে মুখ্যমন্ত্রী। এদিন প্রচারে গিয়ে সেকথাও তুলে ধরলেন তিনি। বললেন,”যদি উত্তরাখন্ডবাসী বিজেপিকে ভোট দেয় তাহলে তাঁরা নতুন মুখ্যন্ত্রীকে পাবেন। কিন্তু যদি তাঁরা আম আদমি পার্টিকে ভোট দেন তাহলে তাঁরা এমন একজন মুখ্যমন্ত্রীকে পাবেন যিনি পাঁচ বছরের জন্য চাকরি দেবেন তাঁদের।”
এখানেই শেষ নয়, অরবিন্দ বলেন,”BJP এবং কংগ্রেসে প্রচুর দক্ষ এবং ভালো মানুষ রয়েছেন। যাঁরা সেখানে আটকে রয়েছেন। কাজ করতে চেয়েও করতে পারছেন না। এই ধরনের কর্মীরা চাইলে আপ-এ যোগ দিতে পারেন। আম আদমি পার্টিতে তাঁদের প্রত্যেককে স্বাগত।”
উল্লেখ্য, আগামী বছর বিধানসভা ভোট উত্তরাখন্ডে। যার জেরে ভোট প্রচারে সেখানে গিয়েছেন আম আদমি দলের নেতা অরবিন্দ কেজরীবাল। এই নিয়ে তৃতীয়বার পাহাড়ী রাজ্যে গেলেন তিনি। সেখানে গিয়ে মুখ্য়মন্ত্রী পদপ্রার্থীর পদে ঘোষণা করলেন অবসর প্রাপ্ত সেনা অফিসার অজয় কোঠিয়ালের নাম।
এর আগেও ভোট প্রচারে যান অরবিন্দ। সেই সময় উত্তরাখন্ড গিয়ে তিনি বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষাণা করেন। পাশাপাশি এও জানান, যদি আপ সেই রাজ্যে ক্ষমতায় আসে দিল্লির মডেলে তৈরি হবে সেখানকার স্কুল। শিক্ষা ব্যবস্থার উপর আরও জোর দেওয়া হবে। পরিবর্তন করা হবে চিকিৎসা ব্যবস্থা কাঠামো। আরও ভালো এবং উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন উত্তরাখন্ডবাসী।
আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরাখন্ডে প্রতিদ্বন্ধিতা করবে আম আদমি পার্টি। সেই কারণে প্রচারে জন্য যথেষ্ট জোর দেওয়া হয়েছে। প্রস্তুতিও তুঙ্গে। বিগত, আট-নয় মাস দলের নেতারা ক্রমাগত আক্রমণ শানিয়ে গিয়েছেন বিজেপিকে। শিক্ষা, কর্মসংস্থান,চিকিৎসার মতো বিভিন্ন ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেছেন দলের কর্মীরা।
আরও পড়ুন: Surjya Kanta Mishra: ‘কে অজন্তা, কীসের শোকজ়?’ অনিল-কন্যাকে চিনতেই পারলেন না সূর্যকান্ত!