Murder Case: ‘অন্য কাউকে ভালবাসে না তো?’, সন্দেহে লিভ-ইন সঙ্গীকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে খুন যুবকের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 30, 2023 | 6:08 AM

Crime News: প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ওই যুগলের মধ্যে প্রায়সময়ই ঝগড়া হত। রবিবারও তাঁদের মধ্যে বচসা শুরু হয়। অভিযুক্ত যুবকের সন্দেহ ছিল, প্রেমিকার অন্য কারোর সঙ্গে সম্পর্ক রয়েছে।

Murder Case: অন্য কাউকে ভালবাসে না তো?, সন্দেহে লিভ-ইন সঙ্গীকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে খুন যুবকের
অভিযুক্ত যুবক ও মৃত যুবতী।
Image Credit source: TWITTER

Follow Us

বেঙ্গালুরু: সন্দেহ ছিল প্রেমিকা অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। সেই সন্দেহে যুগলের মধ্যে শুরু হয়েছিল বচসা। সেইসময় রান্নাঘর থেকে প্রেসার কুকার (Pressure Cooker) এনে লিভ-ইন সঙ্গীকে (Live in Partner) মাথায় আঘাত করলেন প্রেমিক। একের পর এক আঘাত করে খুন করলেন প্রেমিকাকে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর (Bengaluru) বেগুরে। ইতিমধ্য়েই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবতীর নাম দেবা (২৪)। অভিযুক্ত যুবকের নাম বৈষ্ণব। অভিযুক্ত যুবক ও তাঁর প্রেমিকা দুইজনেই আদতে কেরলের কোল্লামের বাসিন্দা। একইসঙ্গে তাঁরা কলেজে পড়াশোনা করেছিলেন। সেখান থেকেই আলাপ ও পরে প্রেম। কর্মসূত্রে তাঁরা বিগত দুই বছর ধরে বেঙ্গালুরুতে ভাড়া থাকতেন।  বেঙ্গালুরুর একটি সংস্থায় সেলস ও মার্কেটিং বিভাগে তাঁরা চাকরি করতেন। বেগুরে একটি ফ্ল্যাটে লিভ-ইনে থাকতেন।

প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ওই যুগলের মধ্যে প্রায়সময়ই ঝগড়া হত। রবিবারও তাঁদের মধ্যে বচসা শুরু হয়। অভিযুক্ত যুবকের সন্দেহ ছিল, প্রেমিকার অন্য কারোর সঙ্গে সম্পর্ক রয়েছে। এই নিয়েই ঝামেলা তুঙ্গে ওঠে। সেইসময় বৈষ্ণব রান্নাঘর থেকে প্রেসার কুকার এনে যুবতীর মাথায় আঘাত করে। প্রেসার কুকারের আঘাতে সঙ্গে সঙ্গেই যুবতীর মৃত্যু হয়। এরপরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত।

এদিকে প্রতিবেশীরাই যুবতীর চিৎকার শুনে পুলিশে খবর দেয়। পুলিশ এসে যুবতীর দেহ উদ্ধার করে। অভিযুক্তকে ধরতে শুরু হয় তল্লাশি। ঘণ্টাখানেরের মধ্যেই গ্রেফতার করা হয় বৈষ্ণবকে। বর্তমানে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

Next Article