Co-Educational School: কেরলের সব শিক্ষা প্রতিষ্ঠানে একসঙ্গে পড়বে ছেলে-মেয়েরা, নির্দেশ শিশু অধিকার রক্ষা কমিশনের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jul 22, 2022 | 7:54 PM

Kerala: এই নির্দেশ বাস্তবায়িত হলে শুধুমাত্র ছেলেদের বা মেয়েদের স্কুল- এ রকম আলাদা করে কোনও বিভাজন থাকবে না কেরলে।

Co-Educational School: কেরলের সব শিক্ষা প্রতিষ্ঠানে একসঙ্গে পড়বে ছেলে-মেয়েরা, নির্দেশ শিশু অধিকার রক্ষা কমিশনের
কো-এড স্কুলে চলছে ক্লাস

Follow Us

তিরুঅবন্তপুরম: পড়ুয়াদের মধ্যে লিঙ্গ সমতা (gender equality) বজায় রাখার পথে কয়েক কদম এগিয়ে গেল কেরল। কেরলের সব স্কুলকে কো-এড স্কুলে পরিণত করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার সে রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশন কেরলের শিক্ষা দফতরকে এই নির্দেশ দিয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে। এই নির্দেশ বাস্তবায়িত হলে শুধুমাত্র ছেলেদের বা মেয়েদের স্কুল-  এ রকম আলাদা করে কোনও বিভাজন থাকবে না কেরলে। সব স্কুলেই পড়তে পারবেন ছাত্রী এবং ছাত্ররা। সম্প্রতি এই বিষয়টি নিয়ে একটি অভিযোগ জমা হয়েছিল কেরলের শিশু অধিকার রক্ষা কমিশনের কাছে। তার পরই এই নির্দেশ দেওয়া হল কমিশনের তরফে।

বিষয়টি নিয়ে শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারম্যান মনোজ কুমার বলেছেন, “আমরা একটি নির্দেশ দিয়েছি কেরলের শিক্ষা দফতরকে। রাজ্যের সমস্ত স্কুলকে কো-এড স্কুলে পরিণত করতে হবে। আমরা বিষয়টি নিয়ে একটি অভিযোগ পেয়েছিলাম। সাম্যের অধিকার সাংবিধানিক অধিকার। সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই নির্দেশ দেওয়া হয়েছে। লিঙ্গের সমতা গুরুত্বপূর্ণ বিষয়। এবং স্কুলস্তরেই তা শুরু হওয়া উচিত।” ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে এই নির্দেশ বাস্তবায়িত করার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল দফতরকে এই নির্দেশ দেওয়ার পাশাপাশি এনসিইআরটি (ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনার রিসার্চ অ্যান্ড ট্রেনিং)-কেও একটি নির্দেশ দিয়েছে। লিঙ্গবৈষম্যকে প্রকাশ করে, এমন কিছু যেন সিলেবাসে না থাকে।

কেরলের কোল্লাম জেলার আঞ্চল এলাকার বাসিন্দা আইজ্যাক পল কমিশনের কাছে একটি অভিযোগ করেছিলেন। লিঙ্গ বৈষম্যের বিষয়টি এবং শিক্ষার অধিকারের বিষয়টি কমিশনের সামনে তুলে ধরেছিলেন তিনি। এর পরই বিষয়টি নিয়ে উদ্যোগী হয় কমিশন। তার পরই এই নির্দেশ দেওয়া হল।

Next Article