Kerala Vande Bharat: নতুন বন্দে ভারতে কেন ‘চিতা’র লোগো, আগের ট্রেনগুলির থেকে এতে বিশেষ কী আছে?

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Apr 26, 2023 | 7:00 AM

Kerala Vande Bharat Chita Logo:কেরলে যে বন্দে ভারত ট্রেনটিকে সবুজ পতাকা দেখানো হল, তাতে চিতার ছবি রয়েছে লোগো হিসবে। আসুন জেনে নেওয়া যাক, এই চিতার ছবির রহস্যটা কী, এবং ট্রেনটির বিশেষত্বই বা কী।

Kerala Vande Bharat: নতুন বন্দে ভারতে কেন চিতার লোগো, আগের ট্রেনগুলির থেকে এতে বিশেষ কী আছে?
কেরলের বন্দে ভারত ট্রেনে চিতার ছবি

Follow Us

তিরুবনন্তপুরম: মঙ্গলবার, কেরলকে ডবল উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এদিন কেরল তাদের প্রথম দ্রুতগতির বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন উপহার পেয়েছে। তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে সবুজ পতাকা দেখান প্রধানমন্ত্রী মোদী। তবে, মানুষের চোখ টেনেছে ট্রেনটির গায়ে থাকা বিশেষ লোগো। এর আগে পর্যন্ত যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি চলা শুরু করেছে, তাদের থেকে এর লোগোটি আলাদা। কেরলের প্রথম বন্দে ভারত ট্রেনটিতে চিতার ছবি দেওয়া লোগো রয়েছে। এই লোগো নিয়ে বিস্তর চর্চা চলছে। বিভিন্ন জন এর বিভিন্ন অর্থ অনুমান করছেন। আসুন, জেনে নেওয়া যাক এই চিতার ছবির রহস্য এবং ট্রেনটির বিশেষত্বই বা কী।

কেন ইঞ্জিনে চিতা?

রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিতাবাঘের ছবি দেওয়া লোগোর পিছনে কোনও নির্দিষ্ট কারণ নেই। চিতা এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণী। তাই, ট্রেনে তার ছবি দেওয়ার অর্থ ‘গতি’। বন্দে ভারত হল একটি আধা হাই স্পিড ট্রেন যা ট্র্যাকে চিতার গতিতে চলে। এই কারণেই ট্রেনটির ইঞ্জিনে চিতার ছবি দেওয়া হয়েছে। রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই লোগো আগামীদিনের সবকটি বন্দে ভারত ট্রেনেই থাকবে।

এই ট্রেনটির বিশেষত্ব কী?

এটি কেরলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এটি কেরালার ১১টি জেলাকে সংযুক্ত করবে। সপ্তাহে ৬ দিন চলবে এই ট্রেন। আর আগের বন্দে ভারত ট্রেনগুলির থেকে এটিকে আলাদা করে দিয়েছে এর আসন। আগের বন্দে ভারতগুলির তুলনায় কেরলের বন্দে ভারত ট্রেনের আসনগুলির মান আরও উন্নত। প্রস্থে আরও বাড়ানো হয়েছে এবং ফোমের মান আগের তুলনায় উন্নত করা হয়েছে।

কেরল পেল ডবল উপহার

মঙ্গলবার ডবল উপহার পেয়েছে কেরল। রাজ্যে, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদী ওয়াটার মেট্রো যাত্রার শুভ সূচনাও করেছেন। শহরের সঙ্গে সংযুক্ত দ্বীপগুলির অবিচ্ছিন্ন সংযোগের জন্য এই ওয়াটার মেট্রো চালু করা হয়েছে। এর মাধ্যমে কোচি শহরের আশেপাশের ১০টি দ্বীপ সংযুক্ত হবে।

Next Article