Amritpal Singh Update: আইসোলেশন সেলে অমৃতপাল, পাক যোগ খুঁজতে খালিস্তানি নেতাকে জেরা করবে RAW ও IB-ও

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 24, 2023 | 6:13 AM

Khalistan-Pakistan Link: আইসোলেশন সেলে রাখা হয়েছে অমৃতপাল সিংকে। খালিস্তানি নেতার সঙ্গে পাকিস্তান যোগ সম্পর্কে জানতে আজই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যানালিসিস উইং (RAW) ও ইন্টেলিজেন্স ব্য়ুরো (IB)-র আধিকারিকরা অমৃতপালকে জেরা করতে পারেন।

Amritpal Singh Update: আইসোলেশন সেলে অমৃতপাল, পাক যোগ খুঁজতে খালিস্তানি নেতাকে জেরা করবে RAW ও IB-ও
ডিব্রুগড় বিমানবন্দরে অমৃতপাল। ছবি:PTI

Follow Us

গুয়াহাটি: আত্মসমর্পণ, তারপরই গ্রেফতার। খালিস্তানি নেতা অমৃতপালের (Amritpal Singh) গ্রেফতার ঘিরে অশান্তি রুখতে কয়েক ঘণ্টার মধ্য়েই পঞ্জাব (Punjab) থেকে অসমে (Assam) স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হল। পুলিশের তরফে জানানো হয়েছে, অসমের ডিব্রুগড় জেলে (Dibrugarh Jail) রাখা হয়েছে অমৃতপাল সিংকে। এই জেলেই বন্দি রয়েছে তার আট সহকারী। তবে নিজের সঙ্গীদের সঙ্গে যাতে অমৃতপাল দেখা করতে বা কথা বলতে না পারেন, তার জন্য অমৃতপালকে আলাদা আইসোলেশন সেলে রাখা হয়েছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে, পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ ‘র’ (RAW) ও ইন্টেলিজেন্স ব্য়ুরো(Intelligence Bureau)-ও অমৃতপাল সিংকে জেরা করবেনপাকিস্তানের সঙ্গে যোগসূত্র নিয়ে অমৃতপাল সিংকে জেরা করবে গোয়েন্দা বিভাগ, এমনটাই জানা গিয়েছে।

গত ১৮ মার্চ থেকে খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে খুঁজছিল পঞ্জাব পুলিশ। তাঁকে গ্রেফতার করতে বিশাল অভিযান শুরু করা হয়। কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান অমৃতপাল। এরপর কখনও দিল্লি, কখনও হরিয়ানায় অমৃতপালকে ভোল বদল করে দেখা গেলেও কিছুতেই তাঁর নাগাল পাওয়া যাচ্ছিল না। অবশেষে দীর্ঘ ৩৬ দিন পর খালিস্তানি নেতা নিজেই আত্মসমর্পণের কথা জানান। সেই মতোই গত ২৩ এপ্রিল, রবিবার পঞ্জাবের মোগা জেলার একটি গুরুদ্বার থেকে গ্রেফতার করা হয় অমৃতপাল সিংকে।

গ্রেফতারির আগেই পঞ্জাব পুলিশের তরফে অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে কড়া জাতীয় নিরাপত্তা আইন বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দায়ের করেছিল। এই আইনে মামলা হওয়ায়, কমপক্ষে এক বছর বিনা শুনানিতেও অমৃতপালকে বন্দি বানিয়ে রাখতে পারবে পুলিশ।

অসম পুলিশের তরফে জানানো হয়েছে, কড়া নিরাপত্তায় ডিব্রুগড় জেলে রাখা হয়েছে অমৃতপাল সিংকে। গত মাসেই গ্রেফতার হওয়া তাঁর সঙ্গীদের থেকে কয়েকটি সেল দূরে বিশেষ আইসোলেশন সেলে রাখা হয়েছে অমৃতপাল সিংকে। খালিস্তানি নেতার সঙ্গে পাকিস্তান যোগ সম্পর্কে জানতে আজই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যানালিসিস উইং (RAW) ও ইন্টেলিজেন্স ব্য়ুরো (IB)-র আধিকারিকরা অমৃতপালকে জেরা করতে পারেন।

জেলের এক আধিকারিক এই বিষয়ে বলেন, “খালিস্তানি আন্দোলন ও প্রচারের জন্য অমৃতপাল কোথা থেকে টাকা পেতেন এবং তাঁর সমর্থক কারা, এই বিষয়ে জেরা করা হবে। গোয়েন্দাদের কাছে ইতিমধ্যেই অমৃতপাল সিংয়ের সঙ্গে পাকিস্তান যোগ সংক্রান্ত একাধিক প্রমাণ রয়েছে।”

এদিকে, অমৃতপালের গ্রেফতারির পর অসমের ডিব্রুগড় জেলে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। জেলে আগে থেকেই ৫৭টি সিসিটিভি ছিল। অমৃতপালকে নিয়ে আসার পরই আরও নতুন করে সিসিটিভি বসানো হচ্ছে। অমৃতপালকে যে আইসোলেশন সেলে রাখা হয়েছে, সেখানে সিসিটিভি বসানো হয়েছে।

Next Article