National Highways: মোদী জমানায় গতি বেড়েছে জাতীয় নির্মাণে, ৯ বছরে তৈরি ৫০ হাজার কিলোমিটার রাস্তা

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Apr 24, 2023 | 7:10 AM

National Highways: হিসাব বলছে, ২০১৪-১৫ অর্থবর্ষে প্রতিদিন দেশে ১২.১ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে প্রতিদিন সেই মাত্রা দাঁড়ায় ২৮.৬ কিলোমিটার।

National Highways: মোদী জমানায় গতি বেড়েছে জাতীয় নির্মাণে, ৯ বছরে তৈরি ৫০ হাজার কিলোমিটার রাস্তা

Follow Us

নয়া দিল্লি: জাতীয় সড়ক নির্মাণে নতুন করে গতি আনতে চাইছে কেন্দ্রীয় সরকার (Central Government)। ইতিমধ্যেই ২০২৩-২৪ অর্থবর্ষে সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রকের তরফে ১২,৫০০ কিলোমিটার জাতীয় সড়ক (National Highway) নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অন্যদিকে ক্ষমতায় আসার পর থেকেই হাইওয়ে নির্মাণে বিশেষ নজর দেয় মোদী সরকার। গত ৯ বছরে দেশে তৈরি হয়েছে মোট ৫০ হাজার কিলোমিটার জাতীয় সড়ক। ২০১৪-১৫ অর্থবর্ষে ভারতে মোট ৯৭,৮৩০ কিলোমিটার জাতীয় সড়ক ছিল। ২০২৩ সালের মার্চের মধ্যে তা দাঁড়ায় ১ লক্ষ ৪৫ হাজার ১৫৫ কিলোমিটার। 

হিসাব বলছে, ২০১৪-১৫ অর্থবর্ষে প্রতিদিন দেশে ১২.১ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে প্রতিদিন সেই মাত্রা দাঁড়ায় ২৮.৬ কিলোমিটার। প্রসঙ্গত, যে কোনও দেশের অর্থনীতির ভীত শক্ত করতে সর্বদাই বড় ভূমিকা রাখে এই সড়ক পথ। দেশের অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে জাতীয় সড়ক। রিপোর্ট বলছে, গোটা দেশের মোট যাত্রী পরিবহণের ৮৫ শতাংশই হয় সড়ক পথে। এমনকী পণ্য পরিবহণের ৭০ শতাংশ হয় সড়ক পথে। 

পরিসংখ্যান আরও বলছে, ভারতের মোট ৬৩.৭৩ লক্ষ কিলোমিটার রোড নেটওয়ার্ক রয়েছে। যা গোটা বিশ্বের সমস্ত দেশের মধ্যে দ্বিতীয় দীর্ঘতম রোড নেটওয়ার্ক। প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবর্ষে সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রকের তরফে ১০ হাজার ২৩৭ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছিল। ২০২০-২১ অর্থবর্ষে ১৩ হাজার ৩২৭ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছিল। ২০২১-২২ অর্থবর্ষে ১০ হাজার ৪৫৭ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছিল। এবার চলতি অর্থবর্ষে নতুন করে জাতীয় সড়ক নির্মাণের জন্য ইতিমধ্যেই রোডম্যাপ তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Next Article