নয়া দিল্লি: রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (Wrestling Federation of India) প্রধানের বিরুদ্ধেই মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ। চলতি বছরের শুরুতেই ফেডারেশনের প্রধান ব্রীজভূষণ সরণ সিংয়ের (Brij Bhushan Saran Singh) বিরুদ্ধে বিক্ষোভ-আন্দোলনে নেমেছিলেন দেশের বড় বড় কুস্তিগীররা (Wrestlers)। দিল্লির জন্তর মন্তরে কুস্তিগীরদের অবস্থান বিক্ষোভের পরই কেন্দ্রের তরফে হস্তক্ষেপ করা হয় এবং তদন্তের আশ্বাস দেওয়া হয়। কেন্দ্রের তদন্তের আশ্বাস পেয়ে অবস্থান বিক্ষোভ তুলে নেন কুস্তিগীররা। কিন্তু মাস কয়েক পার করতেই ফের একবার অবস্থান বিক্ষোভে বসলেন কুস্তিগীররা। রবিবার থেকে দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) ফের অবস্থান বিক্ষোভ শুরু করলেন কুস্তিগীররা। জানা গিয়েছে, রেসলিং অ্যাসোসিয়েশনের প্রধান ব্রীজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে দিল্লির কনৌট প্লেস থানায় নতুন করে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন কয়েকজন মহিলা কুস্তিগীররা। পুলিশের তরফে জানানো হয়েছে, সাতজন মহিলা কুস্তিগীর রেসলিং ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। তবে এখনও অবধি এফআইআর দায়ের করা হয়নি।
পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারের তৈরি করে দেওয়া প্যানেলের উপরে আমরা বিরক্ত। এখনও অবধি তাদের তৈরি করা রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হয়নি। আমরা ওই রিপোর্ট দেখতে চাই যেখানে মহিলা কুস্তিগীরদের বয়ান রেকর্ড করা হয়েছে। এটা অত্য়ন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর একটি বিষয়। অভিযোগকারীদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে।”
#WATCH | Delhi: Wrestlers Vinesh Phogat and Sakshi Malik break down while interacting with the media as they protest against WFI chief Brij Bhushan Singh pic.twitter.com/OVsWDp2YuA
— ANI (@ANI) April 23, 2023
আরেক পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া বলেন, “যতক্ষণ অবধি ব্রীজ ভূষণকে গ্রেফতার করা হচ্ছে না, ততক্ষণ অবধি আমরা বিক্ষোভ জারি রাখব”। কুস্তিগীর বিনেশ ফোগটও বলেন, “সরকারের সঙ্গে এই বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও, কোনও জবাব মেলেনি। যতক্ষণ অবধি আমরা সুবিচার পাচ্ছি না, ততক্ষণ আমরা এখানেই (যন্তর মন্তর) থাকব। এখানেই খাব, এখানেই ঘুমাবো। আমরা বিগত তিন মাস ধরে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ও কর্তৃপক্ষের অন্যান্য আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু কমিটির সদস্য়রা আমাদের কোনও জবাব দিচ্ছেন না, এমনকী ফোনও ধরছেন না। আমরা দেশের জন্য পদক জয় করে এনেছি। আজ আমরা নিজেদের কেরিয়ারকে বাজি রেখেছি সুবিচার পাওয়ার আশায়।”
#WATCH | Delhi: “I went to take my medicine and wasn’t allowed to enter the site. They (police) aren’t allowing water and food to be taken to the site,” alleges Wrestler Vinesh Phogat amid wrestlers protest against WFI chief Brij Bhushan Singh pic.twitter.com/BESS1elZin
— ANI (@ANI) April 23, 2023
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে কমনওয়েলথ গেমসে সোনাজয়ী কুস্তিগীর বিনেশ ফোগট প্রথম ফেডারেশনের প্রধান ব্রীজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ আনেন। অন্যান্য কুস্তিগীররাও এই দাবিতে সমর্থন জানান। গত ১৮ জানুয়ারি থেকে তাঁরা দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন। পরে কেন্দ্রের প্রতিশ্রুতিতে সেই বিক্ষোভ তুলে নেন। ক্রীড়া মন্ত্রকের তরফে বক্সার মেরি কমের নেতৃত্বে পাঁচ সদস্য়ের একটি কমিটি গঠন করে দেয় কুস্তিগীরদের আনা অভিযোগের তদন্ত করতে। এক মাসের মধ্যে ওই কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। পরে রিপোর্ট জমা দেওয়ার তারিখ দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয় এবং কুস্তিগীর ববিতা ফোগটকে প্যানেলের ষষ্ঠ সদস্য় হিসাবে নিয়োগ করা হয়।
চলতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তদন্তকারী প্যানেল রিপোর্ট জমা দিলেও সরকারের তরফে এখনও সেই রিপোর্ট প্রকাশ্য়ে আনা হয়নি। অন্যদিকে এক সূত্রে খবর, কুস্তিগীররা ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পারেননি।