NHAI: খরচ হবে ১০২৪৭ কোটি টাকা, বাংলার ৬ জেলার ওপর বিশেষ করিডর, মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত

NHAI: সম্প্রতি NHAI-এর তরফ থেকে একটি ইউটিউবে ভিডিয়ো প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, খড়্গপুর থেকে এই ইকোনমিক করিডর তৈরি করতে ১০২৪৭ কোটি টাকা খরচ হচ্ছে। এটি ২০২৮ সালে মধ্যে সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

NHAI: খরচ হবে ১০২৪৭ কোটি টাকা, বাংলার ৬ জেলার ওপর বিশেষ করিডর, মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত
১০২৪৭ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে নতুন করিডরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2024 | 10:28 AM

নয়া দিল্লি: তৈরি হতে চলেছে খড়গপুর থেকে মুর্শিদাবাদ ২৩১ কিলোমিটার ৪ লেন হাইস্পিড করিডর। ১০২৪৭ কোটি টাকা ব্যয়ে এই করিডর তৈরি করছে ন্যাশনাল অথরিটি অফ ইন্ডিয়া NHAI। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।  পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বের যোগাযোগ ও আর্থিক উন্নয়নের ক্ষেত্রে এই করিডর সহায়ক ভূমিকা নেবে।

সম্প্রতি NHAI-এর তরফ থেকে একটি ইউটিউবে ভিডিয়ো প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, খড়্গপুর থেকে এই ইকোনমিক করিডর তৈরি করতে ১০২৪৭ কোটি টাকা খরচ হচ্ছে। এটি ২০২৮ সালে মধ্যে সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। এই অর্থনৈতিক করিডর বাংলার ৬ জেলার ওপর দিয়ে যাবে। এমনিতেই ১২ নম্বর জাতীয় সড়কের মাধ্যমে শিলিগুড়ি-মোরেগ্রাম জুড়ে গিয়েছে।

এছাড়াও মন্ত্রিসভায় আরও যে আটটি প্রকল্পের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হল…

১.  অযোধ্যার চারপাশে রিংরোড। বিনিয়োগ- ৩৯৩৫ কোটি

২. ⁠গুয়াহাটি শহরের চারপাশে রিংরোড। বিনিয়োগ- ৫৭২৯ কোটি

৩. নাসিকের ফাটা থেকে পুণের খের পর্যন্ত হাইস্পিড রাস্তা। বিনিয়োগ- ৭৮২৭ কোটি

৪. ⁠রায়পুর- রাঁচি এক্সপ্রেসওয়ের একটি অংশ। বিনিয়োগ- ৪৪৭৩ কোটি

৫. গুজরাতে ৬ লেন রাস্তা। বিনিয়োগ- ১০,৫৩৪ কোটি

৬. ⁠আগ্রা- গোয়ালিয়র হাইস্পিড ৬ লেন করিডোর। বিনিয়োগ- ৪৬১৩ কোটি

৭.  ⁠কানপুর শহরের চারপাশে রিং রোড। বিনিয়োগ- ৩২৯৮ কোটি