Minor Molested: এক্স-রে করাতে গিয়ে যৌন হেনস্থার শিকার নাবালিকা

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Nov 11, 2023 | 11:53 PM

জানা গিয়েছে, এক্স-রে করার সময়ই ওই নাবালিকার শরীরে অশালীন ভাবে হাত বোলাচ্ছিলেন অভিযুক্ত ল্যাবরেটরি টেকনিশিয়ান। বেশ কয়েক বার তা ঘটতেই বাধা দেয় ওই কিশোরী। তখনই ঘটনাস্থল থেকে অভিযুক্ত পালিয়ে যায় বলে অভিযোগ। শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Minor Molested: এক্স-রে করাতে গিয়ে যৌন হেনস্থার শিকার নাবালিকা
প্রতীকী ছবি।

Follow Us

মুম্বই: দাঁতে ব্যথা হয়েছিল ১৫ বছরের এক কিশোরীর। দন্ত চিকিৎসককে দেখানোর পর দাঁতের এক্স-রে করানোর পরামর্শ দিয়েছিলেন তিনি। সেই মতো একটি ডায়াগনস্টিক সেন্টারে ডিজিটাল এক্স-রে করাতে গিয়েছিল। সেখানেই ল্যাবরেটরি টেকনিশিয়ান তাকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে মুম্বইয়ে। শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, এক্স-রে করার সময়ই ওই নাবালিকার শরীরে অশালীন ভাবে হাত বোলাচ্ছিলেন অভিযুক্ত ল্যাবরেটরি টেকনিশিয়ান। বেশ কয়েক বার তা ঘটতেই বাধা দেয় ওই কিশোরী। তখনই ঘটনাস্থল থেকে অভিযুক্ত পালিয়ে যায় বলে অভিযোগ।

এর পরই ওই কিশোরী এবং তার পরিবারের লোকেরা অভিযোগ জানায় থানায়। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। আদালতে তোলার পর অভিযুক্তকে ১৩ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

অপর এক নারকীয় গণধর্ষণের ঘটনা ঘটেছে ওড়িশার নবরঙ্গপুর জেলার একটি স্কুলে। সেখানে ১১ বছরের এক ছাত্রীকে স্কুলের বাথরুমের মধ্যেই গণধর্ষণের অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে। ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর যৌন নির্যাতনের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সে রাজ্যে। ইতিমধ্যেই ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছে সে রাজ্যের মানবাধিকার কমিশন।

Next Article