Telangana Election 2023: তেলঙ্গানায় নির্বাচনী সভামঞ্চে কান্নায় ভেঙে পড়েছেন মাদিগা নেতা, সান্ত্বনা প্রধানমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Nov 11, 2023 | 11:56 PM

Telangana Election rally: আগামী ৩০ নভেম্বর তেলঙ্গানায় বিধানসভা নির্বাচন। রাজ্যের মসনদ ধরে রাখতে যেমন মরিয়া চন্দ্রশেখর রাওয়ের দল, তেমনই রাজ্য দখল করতে মরিয়া কংগ্রেস ও বিজেপি। এদিন হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে ভোট প্রচারে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে একই মঞ্চে দেখা যায় মাদিগা নেতাকে।

Telangana Election 2023: তেলঙ্গানায় নির্বাচনী সভামঞ্চে কান্নায় ভেঙে পড়েছেন মাদিগা নেতা, সান্ত্বনা প্রধানমন্ত্রীর
তেলঙ্গানায় ভোট প্রচারে মাদিগা নেতাকে সান্ত্বনা প্রধানমন্ত্রী মোদীর।
Image Credit source: twitter

Follow Us

হায়দরাবাদ: তেলঙ্গানায় বিজেপি জয়ী হলে অনগ্রসর সম্প্রদায়ের নেতা মুখ্যমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন বিজেপি নেতৃত্ব থেকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার (Election rally) মঞ্চে একেবারে প্রধানমন্ত্রীর পাশে দেখা গেল তেলঙ্গানার এক তপশিলি সম্প্রদায়ের সংগঠনের নেতাকে। মাদিগা রিজার্ভেশন পোরাটা সমিতি (MRPS)-র নেতা মান্ডা কৃষ্ণা মাদিগাকে হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে একেবারে প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দেখা গেল। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীকে ধরে তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। প্রধানমন্ত্রী মোদীও (PM Narendra Modi) তাঁকে সান্ত্বনা জানান। সেই মুহূর্তের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিয়োটিতে ঠিক কী দেখা যাচ্ছে?

ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এক নির্বাচনী জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে বসে তাঁর বুকে মাথা দিয়ে কান্নায় ভেঙে পড়েছেন MRPS-র নেতা মান্ডা কৃষ্ণা মাদিগা। প্রধানমন্ত্রী তাঁর মাথায় হাত দিয়ে সান্ত্বনা জানাচ্ছেন।

যদিও ঠিক কী কারণে প্রধানমন্ত্রীর সামনে মাদিগা কান্নায় ভেঙে পড়লেন, তা স্পষ্ট নয়। তবে তিনি যে জনদরদি, তা ওই অনগ্রসর সম্প্রদায়ের নেতার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেওয়ার ঘটনাতেই স্পষ্ট। এদিন নির্বাচনী জনসভার মঞ্চে মাদিগার হাত তুলে ধরে মাদিগা সম্প্রদায় থেকে দলিত সম্প্রদায়ের ভাই-বোনেদের জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁরা এই সভায় আসার জন্য সকলকে কুর্নিশ জানিয়ে এদিনের সভা স্মরণীয় হয়ে থাকবে বলে টুইটও করেছেন নমো।

প্রসঙ্গত, আগামী ৩০ নভেম্বর তেলঙ্গানায় বিধানসভা নির্বাচন। রাজ্যের মসনদ ধরে রাখতে যেমন মরিয়া চন্দ্রশেখর রাওয়ের দল, তেমনই রাজ্য দখল করতে মরিয়া কংগ্রেস ও বিজেপি।

Next Article