হায়দরাবাদ: তেলঙ্গানায় বিজেপি জয়ী হলে অনগ্রসর সম্প্রদায়ের নেতা মুখ্যমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন বিজেপি নেতৃত্ব থেকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার (Election rally) মঞ্চে একেবারে প্রধানমন্ত্রীর পাশে দেখা গেল তেলঙ্গানার এক তপশিলি সম্প্রদায়ের সংগঠনের নেতাকে। মাদিগা রিজার্ভেশন পোরাটা সমিতি (MRPS)-র নেতা মান্ডা কৃষ্ণা মাদিগাকে হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে একেবারে প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দেখা গেল। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীকে ধরে তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। প্রধানমন্ত্রী মোদীও (PM Narendra Modi) তাঁকে সান্ত্বনা জানান। সেই মুহূর্তের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিডিয়োটিতে ঠিক কী দেখা যাচ্ছে?
ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এক নির্বাচনী জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে বসে তাঁর বুকে মাথা দিয়ে কান্নায় ভেঙে পড়েছেন MRPS-র নেতা মান্ডা কৃষ্ণা মাদিগা। প্রধানমন্ত্রী তাঁর মাথায় হাত দিয়ে সান্ত্বনা জানাচ্ছেন।
𝐀𝐧 𝐞𝐦𝐩𝐚𝐭𝐡𝐞𝐭𝐢𝐜 𝐥𝐞𝐚𝐝𝐞𝐫!
PM Modi comforts Madiga Reservation Porata Samiti Chief, Manda Krishna Madiga, who got emotional during a public rally in Secunderabad, Telangana pic.twitter.com/iZUiBPUXHO
— BJP (@BJP4India) November 11, 2023
যদিও ঠিক কী কারণে প্রধানমন্ত্রীর সামনে মাদিগা কান্নায় ভেঙে পড়লেন, তা স্পষ্ট নয়। তবে তিনি যে জনদরদি, তা ওই অনগ্রসর সম্প্রদায়ের নেতার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেওয়ার ঘটনাতেই স্পষ্ট। এদিন নির্বাচনী জনসভার মঞ্চে মাদিগার হাত তুলে ধরে মাদিগা সম্প্রদায় থেকে দলিত সম্প্রদায়ের ভাই-বোনেদের জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁরা এই সভায় আসার জন্য সকলকে কুর্নিশ জানিয়ে এদিনের সভা স্মরণীয় হয়ে থাকবে বলে টুইটও করেছেন নমো।
Thank you Hyderabad.
Today’s public meeting will remain etched in my memory. The affection from my Dalit sisters and brothers, my Madiga sisters and brothers is tremendous.
I salute my brother Manda Krishna Madiga for his efforts towards empowering people.
Some glimpses… pic.twitter.com/OLrXlkIOEK
— Narendra Modi (@narendramodi) November 11, 2023
প্রসঙ্গত, আগামী ৩০ নভেম্বর তেলঙ্গানায় বিধানসভা নির্বাচন। রাজ্যের মসনদ ধরে রাখতে যেমন মরিয়া চন্দ্রশেখর রাওয়ের দল, তেমনই রাজ্য দখল করতে মরিয়া কংগ্রেস ও বিজেপি।