লেহ: উৎসবের মেজাজে চলছে ভোট। সকাল ১১টার মধ্যেই ভোট পড়েছে ৪০ শতাংশ। বুধবার (৪ অক্টোবর), কারগিলে চলছে লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ (LAHDC) নির্বাচনের ভোটগ্রহণ। জম্মু ও কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ বাতিল করার পর, এই প্রথম নির্বাচন হচ্ছে লাদাখে। পরিষদের মোট আসন সংখ্যা ৩০। এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে চার কাউন্সিলর মনোনীত করা হচ্ছে। বাকি ২৬ আসনে সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ চলছে । মোট বুথের সংখ্যা ২৭৮। এর মধ্যে ১১৪টিই অতি সংবেদনশীল এবং ৯৯টি সংবেদনশীল ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত। প্রতিটি জায়গাতেই পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন কার্গিলের জেলাশাসক, শ্রীকান্ত বালাসাহেব সুসে।
VIDEO | Voting underway for Ladakh Autonomous Hill Development Council (LAHDC) elections in Kargil. pic.twitter.com/xtiLWGLagv
— Press Trust of India (@PTI_News) October 4, 2023
২৬টি আসনের অধিকাংশতেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করা হচ্ছে – কংগ্রেস বনাম বিজেপি বনাম ন্যাশনাল কনফারেন্স। তবে, কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স ভোট পূর্ববর্তী জোটে রয়েছে। তারপরও অবশ্য ন্যাশনাল কনফারেন্স ১৭ আসনে এবং কংগ্রেস ২২ আসনে প্রার্থী দিয়েছে। তাদের ব্যাখ্যা হল, যে আসনগুলিতে বিজেপির সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে মনে হয়েছে, সেখানে সেখানেই জোটের একক প্রার্থী দেওয়া হয়েছে। বাক আসনগুলিতে জোটের দুই শরিকের মধ্যেও লড়াই হচ্ছে। বিজেপি, ১৭ আসনে প্রার্থী দিয়েছে। আম আদমি পার্টিও লাদাখ পার্বত্য পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে তারা প্রার্থী দিয়েছে মাত্র চার আসনে। নির্দল প্রার্থী আছেন ২৫ জন। সব মিলিয়ে, ৮৫ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ।
#WATCH | Kargil, Ladakh: 5th Ladakh Autonomous Hill Development Council (LAHDC) elections to be conducted today. pic.twitter.com/GdlIQaejwg
— ANI (@ANI) October 4, 2023
এদিন ভোটগ্রহণ চলাকালীন, নির্বাচনী আধিকারিক তথা সহকারি জেলা কমিশনার গুলাম মহিউদ্দিন ওয়ানিকে বিভিন্ন বুথে বুথে ঘুরতে দেখা গিয়েছে। ক্রিগল ইন্ডোর স্টেডিয়াম বুথেও গিয়েছিলেন তিনি। ভোট গণনা করা হবে ৮ অক্টোবর। ১১ অক্টোবরের মধ্যে তৈরি করা হবে নয়া কাউন্সিল। এই নির্বাচনকে কেন্দ্রের অনুচ্ছেদ ৩৭০ বাতিলের সিদ্ধান্তেরও বড় পরীক্ষা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রচার পর্বে, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা ভোটারদের উদ্দেশ্যে বলেছিলেন, এই নির্বাচন কেন্দ্রকে বার্তা দেওয়ার এক বড় সুযোগ। কেন্দ্রের ওই সিদ্ধান্ত লাদাখের মানুষ মেনে নিয়েছে না প্রত্যাখ্যান করেছে, এই ভোটের মাধ্যমেই সেই বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া যাবে।