Lalu Yadav: কিডনি প্রতিস্থাপন হল লালুপ্রসাদের, তেজস্বী জানালেন ‘বাবা-দিদি ভাল আছে’
Lalu Prasad Yadav's Kidney Transplant: সোমবার সিঙ্গাপুরের মাউন্টএলিজ়াবেথ হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হল আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের।
পটনা: সোমবার সিঙ্গাপুরের মাউন্টএলিজ়াবেথ হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হল আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের। তাঁকে কিডনি দান করলেন তাঁর ছোট মেয়ে রোহিনী আচার্য। লালুপ্রসাদের ছোট ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব জানিয়েছেন, আরজেডি প্রধানের অস্ত্রোপচার সফল হয়েছে। তাঁর বাবা এবং দিদি – দুজনেই এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। তেজস্বী একটি ভিডিয়ো টুইট করেছেন, যেখানে লালুপ্রসাদকে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটার থেকে আইসিইউ-তে নিয়ে যেতে দেখা গিয়েছে।
पापा का किडनी ट्रांसप्लांट ऑपरेशन सफलतापूर्वक होने के बाद उन्हें ऑपरेशन थियेटर से आईसीयू में शिफ्ट किया गया।
डोनर बड़ी बहन रोहिणी आचार्य और राष्ट्रीय अध्यक्ष जी दोनों स्वस्थ है। आपकी प्रार्थनाओं और दुआओं के लिए साधुवाद। ?? pic.twitter.com/JR4f3XRCn2
— Tejashwi Yadav (@yadavtejashwi) December 5, 2022
এদিন অস্ত্রোপচার হওয়ার আগে রোহিনী আচার্য তাঁর নিজের এবং বাবা লালু প্রসাদের একটি ছবি টুইট করেছিলেন। দুজনেই ছিলেন হাসপাতালের পোশাকে। রোহিনী লেখেন, “রেডি টু রক।” দীর্ঘদিন ধরেই লালুপ্রসাদ কিডনির সমস্য়ার ভুগছেন। মাসখানের আগে সিঙ্গাপুরের চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁকে কিডনি প্রতিস্থাপন করতে হবে। রোহিনী সিঙ্গাপুরেই থাকেন। তিনিই এগিয়ে আসেন বাবাকে কিডনি দিয়ে সহায়তা করতে।
Ready to rock and roll ✌️ Wish me a good luck ? pic.twitter.com/R5AOmFMW0E
— Rohini Acharya (@RohiniAcharya2) December 5, 2022
এদিন অস্ত্রোপচার চলাকালীন এই বিষয়ে টুইট করে আপডেট দেন লালুপ্রসাদের বড় মেয়ে তথা রাজ্যসভার সাংসদ ডা. মিসা ভারতী। টুইট করে জানান, তাঁর বোনের ‘দাতার অস্ত্রোপচার’ সফল হয়েছে। তিনি আরও জানান, এই অস্ত্রোপচারের পর তাঁর বোন একেবারে সুস্থ রয়েছে। সেই সময় লালুপ্রসাদের অস্ত্রোপচার চলছিল বলে জানিয়েছিলেন।
छोटी बहन रोहिणी का डोनर का ऑपरेशन सफलतापूर्वक हो गया है। वह पूरी तरह से स्वस्थ अभी ICU में हैं। अभी पापा का ऑपरेशन चल रहा है। pic.twitter.com/xXn0QV8E2K
— Dr. Misa Bharti (@MisaBharti) December 5, 2022
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন লালুপ্রসাদ যাদব। তারপর থেকে কারাগারেই জায়গা হয়েছিল তাঁর। তবে, বর্তমানে শারীরিক অসুস্থতার জন্যই জামিনে মুক্তি পেয়েছেন তিনি। চলতি বছরের শুরুতেই তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন চিকিৎসার জন্য। তবে, দিল্লি কোর্ট তাঁর বিদেশ সফরের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল। সেই সময় পেরিয়ে যাওয়ায়, তাঁকে দেশে ফিরে আসতে হয়েছিল।