Landslide: ফের ভূমিধস উত্তরাখণ্ডে, পাহাড় থেকে খাদে গড়িয়ে পড়ল এসইউভি গাড়ি

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 09, 2023 | 8:52 PM

Uttarakhand landslide: মাস দুয়েক আগে মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে বিধ্বস্ত হয়ে গিয়েছে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা। বহু ঘর-বাড়ি, মন্দির, সেতু, রাস্তা ধসে গিয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা যোশীমঠ ও কেদারনাথ এলাকার।

Landslide: ফের ভূমিধস উত্তরাখণ্ডে, পাহাড় থেকে খাদে গড়িয়ে পড়ল এসইউভি গাড়ি
উত্তরাখণ্ডে ভূমিধস।
Image Credit source: ANI

Follow Us

পিথোরাগঢ়: দুর্যোগ যেন কাটছে না! ফের ভূমিধস (Landslide) নামল উত্তরাখণ্ডে। এবার কৈলাস-মানসরোবর (Kailash-Mansarovar route) রুট ভয়াবহ ভূমিধস নামে। উত্তরাখণ্ডের (Uttarakhand) পিথোরাগঢ় জেলায় এই ভূমিধসের কবলে পড়ে যাত্রী-সহ একটি এসইউভি গাড়ি। মুহূর্তের মধ্যেই গাড়িটি পাহাড় থেকে গড়িয়ে খাদে পড়ে যায় এবং ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে যায়। যার জেরে মৃত্যু হয়েছে ৭ জনের। যার মধ্যে ৩ শিশু রয়েছে। এই ভূমিধসের জেরে ওই এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ সূত্রে খবর, কৈলাস-মানসরোবর রুটে ভূমিধসের ঘটনাটি ঘটে রবিবার দুপুরে। পিথোরাগঢ় জেলার থাকতি এলাকার কাছে হঠাৎ ভূমিধস নামায় পাহাড়ি রাস্তা থেকে গড়িয়ে খাদে পড়ে যায় এসইউভি গাড়িটি। ভূমিধসে নেমে আসা নুড়ি-পাথর-সহ ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে যায় গাড়িটি। তারপর ধ্বংসাবশেষ সরাতে প্রায় ২৪ ঘণ্টা লেগে যায়। অবশেষে এদিন ধ্বংসাবশেষ সরিয়ে ওই গাড়ির ভিতর থেকে ৭ জনের নিথর দেহ উদ্ধার হয়। যার মধ্যে ৩ শিশু ও ১ মহিলা রয়েছেন।

পিথোরাগঢ়ের এডিএম শিব কুমার বারানওয়াল জানান, ভূমিধসে নিহত ওই এসইউভি গাড়ির যাত্রীরা গুঞ্জ থেকে ধারচুলা যাচ্ছিলেন। তাঁরা সকলে বুন্ডি গ্রামের বাসিন্দা ছিলেন। নিহতদের মধ্যে গাড়ির চালকও রয়েছেন। তিনি বালুয়াকোট গ্রামের বাসিন্দা ছিলেন। দেহগুলি উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, ধ্বংসাবশেষ সরানোর পর সোমবার দুপুরের পর ওই এলাকার রাস্তা যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

প্রসঙ্গত, মাস দুয়েক আগে মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে বিধ্বস্ত হয়ে গিয়েছে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা। বহু ঘর-বাড়ি, মন্দির, সেতু, রাস্তা ধসে গিয়েছে। মৃত্যু হয়েছে বহু মানুষের। অনেকে ঘরছাড়া হয়েছেন। সবচেয়ে খারাপ অবস্থা যোশীমঠ ও কেদারনাথ এলাকার। পরিস্থিতি মোকাবিলায় সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রের বিভিন্ন সংস্থা বিপর্যয়ের কারণ খুঁজতে এলাকাগুলিতে সমীক্ষা চালায় এবং সমীক্ষা শেষে বিপর্যয় মোকাবিলায় একগুচ্ছ পরামর্শ দিয়েছে।

Next Article