শিলং: একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত হিমালয় পার্বত্য অঞ্চল। উত্তরাখণ্ড (Uttarakhand), হিমাচল প্রদেশে (Himachal Pradesh) মেঘভাঙা বৃষ্টি, ভূমিধসের স্মৃতি কাটতে না কাটতে ভয়াবহ বিপর্যয় নেমে আসে হিমালয়ের কোলের রাজ্য, সিকিমে। এবার সেই রেশ কাটার আগেই প্রাকৃতিক রোষের কবলে হিমালয়ের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য। সিকিমে বিপর্যয়ের (Sikkim disaster) ৫ দিনের মাথায় রবিবার ভূমিধস নামল মেঘালয়ে (Meghalaya)। ঘটনায় একেবারে বাড়ি চাপা পড়ে মৃত্যু হল গোটা একটি পরিবারের। যা স্থানীয়দের মধ্যে রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছে।
পুলিশ সূত্রে খবর, এদিন মেঘালয়ের পশ্চিমে জয়ন্তী পাহাড়ের পাইনথোরলাংটেইন এলাকায় বড় ভূমিধস নামে। যার জেরে একটি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়ে। আর সেই বাড়ি চাপা পড়েই মৃত্যু হয় একই পরিবারের ৪ সদস্যের। সকলেই ওই বাড়ির বাসিন্দা ছিলেন। মেঘালয়ের ডিজিপি ড. বিষ্ণোই বলেন, ভূমিধসের ফলে একটি পরিবারের ৪ সদস্যের জীবন্ত সমাধি হয়েছে। এই ঘটনায় পরিবারে উত্তরসূরীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে চলছে মেঘালয়-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। সেই বৃষ্টির জেরেই এদিন হঠাৎ করে পশ্চিমে জয়ন্তী পাহাড়ের পাইনথোরলাংটেইন এলাকায় বড় ভূমিধসের ঘটনা ঘটে। যার ফলে আস্ত একটি বাড়ি ভেঙে পড়ে। সেই সময় ওই বাড়িতে পরিবারের ৪ সদস্য ছিলেন। বাড়ির ধ্বংসাবশেষ চাপা পড়ে তাঁদের সকলেরই মৃত্যু হয়। ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন স্থানীয় বিধায়ক। পাশাপাশি সম্ভাব্য বিপদের সতর্কবার্তা দিয়ে স্থানীয় প্রশাসনকে এলাকায় বিশেষ নজরদারি করার কথাও জানিয়েছেন বিধায়ক।