দেরাদুন: হিমাচল প্রদেশের পর এবার উত্তরাখণ্ড! যেন প্রকৃতির ধ্বংসলীলা শুরু হয়েছে। আর প্রকৃতির এই ধ্বংসলীলা, রোষানলের হাত থেকে রেহাই পাচ্ছে না দুধের শিশুও। সোমবার নতুন করে ধস নেমেছে উত্তরাখণ্ডে (Uttarakhand)। এদিন উত্তরাখণ্ডের তেহরি জেলায় (Tehri district) ভয়াবহ ধস নামে। রাস্তা ধসে গিয়ে ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে গিয়েছে আস্ত গাড়িও। তারপর উদ্ধারকাজ নেমে সেই ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হল ৪ মাসের শিশু সহ ৩ জনের দেহ।
তেহরি জেলার সিনিয়ার এসপি নভনীত সিং ভুল্লার বলেন, তেহরি জেলার চম্বা এলাকায় এদিন ভয়াবহ ধস নামে। উদ্ধারকাজ শুরু হলে ধ্বংসাবশেষের নীচে চাপা পড়া একটি গাড়ির ভিতর থেকে ৪ মাসের শিশু সহ দুই মহিলার দেহ উদ্ধার হয়েছে। তাঁদের পরিচয়ও জানা গিয়েছে। মৃতরা হল, পুনম খাণ্ডুরি, তাঁর ৪ মাসের ছেলে এবং তাঁর ননদ সরস্বতী দেবী। ধ্বংসস্তূপ চাপা পড়েই তাঁদের মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, এদিন দুপুরে তেহরি জেলার চম্বা থানার কাছেই একটি ট্যাক্সি স্ট্যান্ডে ভয়াবহ ধস নামে। ঘটনায় বহু গাড়ি ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে গিয়েছে। ধসের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা। তারপর উদ্ধারকাজ শুরু করে পুলিশ। পরে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী অত্যাধুনিক মেশিন দিয়ে উদ্ধারকাজ শুরু করে। এরপর সন্ধ্যায় ধ্বংসাবশেষের নীচে থেকে শিশু-সহ ৩ জনের দেহ উদ্ধার হয়। সেই সময় জেলাশাসক ময়ূর দীক্ষিত, এসএসপি ভুল্লার এবং মুখ্য উন্নয়ন আধিকারিক মণীশ কুমার ঘটনাস্থলে ছিলেন।
এদিনের ধসের জেরে তেহরি-চম্বা সড়কপথ বন্ধ হয়ে যায়। শেষ পাওয়া খবর পর্যন্ত উদ্ধারকাজ চলছে। ধ্বংসাবশেষের নীচে আরও কেউ আটকে রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে এসএসপি জানিয়েছেন।
প্রসঙ্গত, এদিন থেকে নতুন করে বৃষ্টিপাত শুরু হয়েছে। অতিরিক্ত বৃষ্টির জেরে সকাল দেরাদুনে তপকেশ্বর মন্দিরের একাংশ ভেঙে পড়ে। গাছ ভেঙে পড়ে মন্দিরের প্রবেশপথও বন্ধ হয়ে যায়। আগামী তিনদিন অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দেরাদুন, নৈনিতাল-সহ ৫ জেলায় সতর্কতাও জারি করা হয়েছে।