PM Narendra Modi: অভিজ্ঞতা আর নবীনের মিশেলে জোটসঙ্গীদের নিয়ে সেজে উঠল মোদীর নতুন মন্ত্রিসভা

Jun 10, 2024 | 12:13 AM

PM Narendra Modi: মন্ত্রিসভায় অভিজ্ঞতার উপরে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। মন্ত্রিসভায় এমন ৪৩ জন রয়েছেন যাঁরা তিন বা তার বেশিবার সাংসদ নির্বাচিত হয়েছেন। এমনকি, ৩৯ জন এর আগেও মন্ত্রী ছিলেন। একাধিক প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন মোদীর মন্ত্রিসভায়।

PM Narendra Modi: অভিজ্ঞতা আর নবীনের মিশেলে জোটসঙ্গীদের নিয়ে সেজে উঠল মোদীর নতুন মন্ত্রিসভা
রাষ্ট্রপতি ভবনে রবিবার শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদী ও মন্ত্রিসভার সদস্যরা

Follow Us

নয়াদিল্লি: টানা তিনবার। ২০১৪-য় যার শুরু। রবিবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। আর তাঁর নেতৃত্বে কেন্দ্রে ফের সরকার গঠন করল এনডিএ। জোটসঙ্গীদের নিয়ে গড়া নতুন মন্ত্রিসভার সদস্যরাও রবিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন। এবারের মন্ত্রিসভায় যেমন অভিজ্ঞরা রয়েছেন। তেমনই প্রথমবার মন্ত্রিসভায় জায়গা পাওয়া সাংসদও রয়েছেন। জোটসঙ্গীদের নিয়ে সেজে উঠল মোদীর নতুন মন্ত্রিসভা।

রবিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ছাড়া আরও ৭১ জন এদিন শপথ নেন। এর মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন। ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। আর ৩৬ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন।

২৪টি রাজ্যের প্রতিনিধি জায়গা পেলেন মোদীর মন্ত্রিসভায়। সমাজের সব স্তরের প্রতিনিধিই রয়েছেন। মোদীর মন্ত্রিসভায় জায়গা পেলেন ২৭ জন ওবিসি সাংসদ, ১০ জন তফসিলি জাতি, ৫ জন তফসিলি উপজাতি এবং ৫ জন সংখ্যালঘু রয়েছেন নবগঠিত মন্ত্রিসভায়।

বিজেপির জোটসঙ্গীদের মধ্যে ১১ জন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। মন্ত্রিসভায় অভিজ্ঞতার উপরে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। মন্ত্রিসভায় এমন ৪৩ জন রয়েছেন যাঁরা তিন বা তার বেশিবার সাংসদ নির্বাচিত হয়েছেন। এমনকি, ৩৯ জন এর আগেও মন্ত্রী ছিলেন। ৭ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। ৩৪ জন আগে বিধায়কও ছিলেন। প্রতিমন্ত্রী হিসেবে আগে দায়িত্ব পালন করেছেন ২৩ জন। বাংলার সুকান্ত মজুমদার এবং অন্ধ্রপ্রদেশের রামমোহন নাইডুর মতো সাংসদরা প্রথমবার কেন্দ্রে মন্ত্রী হলেন। সবমিলিয়ে অভিজ্ঞতা ও নবীনের মিশেলে দেশকে এগিয়ে নিয়ে যেতে নতুন মন্ত্রিসভা গড়লেন নরেন্দ্র মোদী।

Next Article
NDA ministers: মন্ত্রিসভায় শক্তি বাড়ল শরিকদের, কাকে ক’টা মন্ত্রক দিলেন মোদী?
Oxford University: ভারতের সম্পদ ফেরাচ্ছে অক্সফোর্ড! মোদীর শপথের দিনই দারুণ সুখবর